Abhishek Banerjee News: ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক – abhishek banerjee comes out from cgo complex after 9 hrs of ed interrogation


ইতিহাসের পুনরাবৃত্তি। টানা নয় ঘণ্টা জেরা শেষে ইডি দফতর থেকে বার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে এসেই রীতিমতোই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন INDIA- বিরোধী জোটের সমন্বয় বৈঠকে হাজির না হয়ে এদিন ইডি-এর তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন তৃণমূল সাংসদ। তাঁর এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে বিরোধী জোটও।

এর আগে যতবার কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকদের মুখোমুখি হয়েছেন, CBI হোক বা ED, ততবারই আট থেকে নয় ঘণ্টা জেরা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে কয়লা পাচার মামলায় ED-এর মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিনই প্রথম নিয়োগ দুর্নীতি মামলার যোগসূত্রে তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

Abhishek Banerjee ED: প্রায় সাড়ে ৬ ঘণ্টা পার, এখনও ইডি অফিসেই অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তাঁকে জেরা করে লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য মেলে। সেই সূত্র ধরেই লিপস অ্যান্ড বাউন্ডস-এর নিউ আলিপুরের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এরপরই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও। ইডি-এর দাবি, নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এই কোম্পানির যোগ রয়েছে।

Abhishek Banerjee News : রক্ষাকবচের আর্জি অভিষেকের! হাইকোর্টে ED-র দাবি, ‘তথ্যের জন্য প্রশ্ন করতে চাই..’
এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা মামলার অগ্রগতি জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন, সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকলে তবে তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কিনা। উল্লেখ্য, আগামীকাল, ১৪ সেপ্টেম্বর সেই মামলার রিপোর্ট জমা দেওয়ার কথা।

বুধবার দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে সমস্ত অ্যাজেন্ডাকে ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ও তাঁর কারণ। এদিন জোটের তরফে সঞ্জয় রাউত বলেন, ইডিকে হাতিয়ার করে বিরোধীদের উপর আক্রমণ শানাচ্ছে বিজেপি। এর প্রতিবাদে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ফাঁকা চেয়ারও সেখানে রাখা হয়। নোটিশের জবাবে টালবাহানা না করে ইডি-এর মুখোমুখি হওয়ায় অভিষেককে বাঘের বাচ্চা বলে সম্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *