Calcutta High Court : মালদায় ধর্মান্তরকরণ, পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট – calcutta high court has expressed special concern about the safety of families in the case of conversion in malda



এই সময়: মালদায় ধর্মান্তরকরণের ঘটনায় পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, তদন্ত এক জিনিস আর নিরাপত্তা আলাদা। বিচারপতির বক্তব্য, পরিবারগুলোকে নিরাপত্তা দিতে যা যা নির্দেশ ছিল, সে সব কার্যকর করতে হবে। রাজ্যের রিপোর্টে জানানো হয়েছে, দু’জন মহিলা-সহ ১২ জন কনস্টেবল এবং তিন জন সিভিক ভলান্টিয়ার দিয়ে ক্যাম্প করা হয়েছে সেখানে। তবে মামলাকারীর আইনজীবী ছবি পেশ করে দাবি করেন, কেবল দু’জল সিভিক ভলান্টিয়ারই ওখানে দেওয়া হয়েছে।

Calcutta High Court News : ‘অভিযুক্তদের ফোন করুন…’, পরিচারিকা নির্যাতনের মামলায় পুলিশের উপর বিরক্ত বিচারপতি
আদালতের নির্দেশ, এখনই ভিডিয়োগ্রাফি করে সেই ক্লিপ আগামী শুনানিতে আদালতে পেশ করে হবে। পরের শুনানি ১৮ সেপ্টেম্বর। রাজ্যকেও দু’দিনের ভিডিয়ো ফুটেজ জমা দিতে হবে আদালতে।

Cyber Crime: অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল! ফাঁদে পড়ে আত্মহত্যা বৃদ্ধের, আদালতের দ্বারস্থ ছেলে
এ দিন মামলাকারীর আইনজীবীর পেশ করা ছবি দেখে বিচারপতির কটাক্ষ, ‘আর্মড সিভিক ভলান্টিয়ার!’ তার পর বিচারপতি বলেন, ‘কোর্টের অর্ডার ছিল, তিন জন কনস্টেবল দিতে হবে। যাঁদের মধ্যে দু’জন থাকবেন সশস্ত্র। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাই। ক্যামেরা কি বসানো হয়েছে? সেটাও বলা হয়েছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *