Cyber Crime : EPFO-র নামে বড় প্রতারণাচক্রের পর্দাফাঁস, বিশেষভাবে সাবধান থাকুন বয়স্করা – cyber crime ps arrested a person allegedly forgery on the name of epfo


ইপিএফও আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার ঘটনার তদন্তে নেমে ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পালিত। তাকে বাঁকুড়ার পাত্রসায়ের থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, মোবাইল ফোন ও ডেবিট কার্ড। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

জানা গিয়ে গেয়েছে, গত বছর ১৬ নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় যে, এক মহিলা বরিষ্ঠ নাগরিকের থেকে ২ লাখ টাকা প্রতারণা করা হয়েছে। ওই মহিলার অভিযোগ ছিল, সোয়েতা সিং পরিচয় দিয়ে একজন তাকে ফোন করেছিল। নিজেকে ইপিএফও আধিকারিক বলে পরিচয় দেয় সে। ওই বরিষ্ঠ নাগরিককে পেনশন-বাবদ কিছু টাকার প্রলোভন দেওয়া হয়।

Cyber Crime : নতুন করে পরিচয়পত্রের নথি না দিলে বন্ধ হবে অ্যাকাউন্ট! লিঙ্কে ক্লিক করতেই টাকা লোপাট
এরপর বারংবার ওই বয়স্কা মহিয়ালাকে ফোন করা হয়। তাঁর বিশ্বাস অর্জন করা হয়। একসময় নিজের ফোনের অ্যাক্সেস ওই কলারকে দেন মহিল। অভিযোগ তারপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসায় বিধাননগর সাইবার ক্রাইমের দ্বারস্থ হন ওই মহিলা। তদন্তে নেমে গতকার অরিন্দম পালিত নামে ওই ব্যক্তিকে বাঁকুড়ার পাত্রসায়ের থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আদার কার্ড, ২টি ডেবিট কার্ড ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই চক্রে ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ।

AI Scam News : অস্ত্র এআই! প্রতারণার ছকে হাজির লিপ সিঙ্কও
প্রসঙ্গত, দিনদিন বাড়ছে সাইবার ক্রাইমের পরমান। প্রতারকরা প্রতারণার নিত্যনতুন উপয় অবলম্বন করছে। কখনও ভুয়ো করেল মাধ্যমে, তো কখনও আবার হোয়াটসঅ্যাপ কিংবা ইনবক্সে কোনও লিঙ্ক পাঠিয়ে চলছে প্রতারণার চেষ্টা। অনেক সময় বস্কদেরও টার্গেট করছে এই ধরণের প্রতারকরা। তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল।

যদিও এই বিষয়ে লাগাতার নাগরিকদের সচেতন করে চলেছে পুলিশ। অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোয়া গেলে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ অভিযোগ দায়ের করার আগে কার্ড ব্লক করা বিশেষ প্রয়োজনীয়। যে অ্যাকাউন্ট অনলাইন প্রতারণার কবলে পড়েছে তার গত কয়েকমাসের স্টেটমেন্ট, সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, কোনও লিঙ্কে ক্লিক করতে বলা হলে সেটি বা তার স্ক্রিনশট, নিজের পরিচয়পত্র, সবই লাগবে অভিযোগ দায়েরের জন্য। মনে রাখবেন অনলাইন প্রতারণার ক্ষেত্রে যে কোনও সাইবার সেলে অভিযোগ দায়ের করা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *