Free Tablet Scheme 2023 : পড়ুয়াদের মোবাইলের জন্য আবেদনেও টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় উত্তর দিনাজপুরের স্কুল – school students agitation for taking money of west bengal free tablet scheme at uttar dinajpur



রাজ্য সরকার স্কুলের ছাত্র-ছাত্রীদের মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণা করেছিল করোনা কালে। সেই প্রকল্প এখনও চলছে বিভিন্ন স্কুলগুলিতে। তবে সেই প্রকল্পের জন্য আবেদন পূরণ করতে নেওয়া হচ্ছে ১০০ টাকা করে। সরকারি প্রকল্পের আবেদন পূরণে টাকা নেওয়া হচ্ছে কেন? কাঠগড়ায় উত্তর দিনাজপুরের স্কুল।

Ragging in West Bengal : অষ্টম শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর, র‌্যাগিংয়ের অভিযোগ এবার স্কুল হস্টেলে
কী অভিযোগ রয়েছে?

ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ বিদ্যালয়েরই কয়েকজন অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির রসাখোয়া হাইস্কুলে। বিষয়টি নিয়ে উত্তেজনা শুরু হয় স্কুলে। এরকম ভাবে টাকা নেওয়ার প্রতিবাদ শুরু করেন ছাত্র-ছাত্রীরা।

Uttar Dinajpur News : রঙের ছোঁয়ায় ভোলবদল প্রশাসনিক এলাকার! পুজোর আগেই নতুন সাজে কর্ণজোড়া
পড়ুয়াদের অভিযোগ কী?

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দেওয়া মোবাইল ফোনের জন্য যে ফর্ম দেওয়া হয়, সেই ফর্ম বাবদ মাথাপিছু ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ে। অন্য কোন স্কুলে এই টাকা নেওয়া হয়না বলেও দাবি পড়ুয়াদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকাজুড়ে। এই ঘটনায় ছাত্র-ছাত্রীরা স্কুলের সামনের রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। রাস্তার ওপর টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Uttar Dinajpur News : ফিরল মালদার স্মৃতি! মহিলাকে বেধড়ক মারধর-কেটে নেওয়া হল চুল, নক্কারজনক ঘটনা করণদিঘিতে
কী বলছে পড়ুয়ারা?

পড়ুয়াদের অভিযোগ, ‘স্কুলের কয়েকজন কর্মী জোর করে আমাদের কাছ থেকে বাড়তি অর্থ চাইছে। এই টাকা না দিলে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে। ভয়ে অনেকেই টাকা দিয়ে দিয়েছে। পড়ুয়াদের আরও অভিযোগ, বাড়তি টাকা না দিলে সরকারি নির্দেশ অনুযায়ী উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মোবাইলের টাকাও আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ কে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের

Uttar Dinajpur Incident Video : স্কুলে ক্লাস চলছিল, হঠাৎ ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা!

প্রশাসনের বক্তব্য কী?

বিষয়টি নিয়ে করনদিঘীর অবর বিদ্যালয় পরিদর্শক মৌসম দে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের অভিযোগ শুনেছি। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ এর সাথে কথা হয়েছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এরকম ভাবে স্কুলের পড়ুয়াদের থেকে হতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনও অর্থ না নেওয়া হয়, সে ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, করোনা কালে রাজ্যের স্কুলগুলির পড়ুয়াদের জন্য মোবাইল ও ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনা কালের পরেও এই প্রকল্প চালু রাখা হয়েছে স্কুলের পড়ুয়াদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *