Kolkata Police : ডাকাতি রুখতে স্বর্ণব্যবসায়ীদের সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের – kolkata police held a meeting with the gold sellers to prevent the occurrence of robberies in gold shops


এই সময়: রানাঘাট এবং পুরুলিয়ার মতো সোনার দোকানে ডাকাতির ঘটনা শহরে যাতে না ঘটে তা নিশ্চিত করতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারে আয়োজিত বৈঠকে পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, যুগ্ম কমিশনার(অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী-সহ ৫০ জন স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা জানার পাশাপাশি ডাকাতি বা চুরির ঘটনা ঠেকাতে কী কী করণীয় সে বিষয়েও একাধিক পরামর্শ দেওয়া হয়।

Dakshin 24 Pargana News : ‘জাদুকাঠি’-র ছোঁয়ায় গায়েব বাইক! পুলিশের জালে সোনারপুরের শানু, নেপথ্যে বড় চক্র?
দুষ্কৃতীরা কী ভাবে অপারেশন চালায়, তা ব্যবসায়ীদের জানাতে পুরুলিয়া এবং রানাঘাটের ঘটনার ভিডিয়ো ফুটেজও দেখানো হয়। পুলিশের পর্যবেক্ষণ, শহরের অধিকাংশ বড় দোকানে বাইরে নিরাপত্তারক্ষী থাকলেও গ্রাহক ভিতরে ঢোকার সময় তারা ঠিক করে চেক করেন না। এদিনের বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে, সোনার দোকানে ঢোকার সময়ে দ্বিস্তরীয় নিরাপত্তা রাখতে হবে কর্তৃপক্ষকে।

Gold Shop: সেনকো ডাকাতির স্মৃতি উসকে ফের টার্গেট সোনার দোকান, গুলি চালিয়ে ছিনতাই
সে ক্ষেত্রে দোকানের ভিতরে একজন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী যেমন থাকবেন, তেমনই আবার বাইরের রক্ষী গ্রাহকদের উপরে নজর রাখবেন। যাতে কেউ অস্ত্রশস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে না পারে। ভিতরের রক্ষীদের নির্দেশ পাওয়ার পরেই গেট খুলতে হবে। কোনও কাস্টমার হেলমেট, মাস্ক এবং মুখ ঢাকা অবস্থায় দোকানে ঢুকতে পারবেন না। কোনও ঘটনা ঘটলে অবশ্যই কলকাতা পুলিশের ডায়াল ১০০-তে ফোন করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।

Calcutta High Court : মালদায় ধর্মান্তরকরণ, পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট
যে সমস্ত দোকানে এখনও সিসিটিভি নেই তাদের অবিলম্বে তা বসানোর নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিশের পরামর্শ, সিসিটিভি-র মনিটরিং-এর জন্য সম্পূর্ণ আলাদা জায়গায় ব্যবস্থা করতে হবে। দোকানের সঙ্গে একই ঘরে করা যাবে না। যাতে বিপদ ঘটলে মনিটরের দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা যেন পুলিশকে ফোন করে জানাতে পারেন। একইসঙ্গে সিসিটিভি-র ফুটেজ সংরক্ষণ করে গোপন জায়গায় রাখার কথাও বলা হয়েছে। ২৪ ঘণ্টাই সক্রিয় রাখতে বলা হয়েছে ক্যামেরা।

Kolkata Traffic Update : বুধে জোড়া মিছিল, গাছ উপড়ে বন্ধ রাস্তা! অফিসের পথে ভোগান্তি এড়াতে কোন পথ ধরবেন?
বড়বাজারের একটি সোনার দোকানের মালিক শুভ্র চৌধুরী বলেন,’শহরে সোনার দোকান খোলা এবং বন্ধের সময়ের মিল নেই। সব দোকান যাতে একসঙ্গে খোলে এবং বন্ধ হয় সেই আর্জি আমরা পুলিশের কাছে রেখেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *