Kolkata Rain : বিকেলেই আঁধার নামল শহরে! ৪ জেলার কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক বর্ষণের পূর্বাভাস – rain started in kolkata in the afternoon on 13th september 2023


পূর্বাভাস ছিলই, সেই মতোই শহর কলকাতায় দিনভর দফায় দফায় বৃষ্টি। সকাল ও দুপুরের পর বিকেলেও কালো করে এল আকাশ। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। বিকেল ৫টা সাড়ে ৫টা নাগাদ শহর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। যার জেরে সপ্তাহের কাজের দিনে সমস্যায় পড়েন অফিস ফেরতা মানুষজন। আচমকা বৃষ্টিতে পথচারীদের অনেকেই ভিজে যান। অনেকে আশ্রয় নেন কাছাকাছি কোনও দোকান বা শেডের তলায়। এদিকে হঠাৎ নামা বৃষ্টিতে যানজটের সৃষ্টি হয় কলকাতার বিভিন্ন রাস্তায়।

Kolkata Weather Today: মঙ্গলে আবহাওয়ায় আসবে বড় বদল, ফের নয়া ঘূর্ণাবর্তের আভাস
বুধবার সকালেই অবশ্য পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বভাস ছিল, দিনভর কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মূলত মেঘলাই। সঙ্গে চলবে কয়ক পশলা বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়। তবে বৃষ্টি হলেও কলকাতায় অব্যাহত রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাবাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রাও ২৭.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

Bangladesh Weather News : কমেছে বৃষ্টিপাত! ফের বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দফতরের
অন্যদিকে একাধিক জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস সকাল থেকেই ছিল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমান থাকবে শুক্রবার পর্যন্ত। ওইদিন সবক’টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

অন্যদিকে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সতর্কতা রয়েছে। তবে আজ থেকেি উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি। সেক্ষেত্রে আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kolkata Rain: পুজো শপিংয়ে ঘূর্ণাবর্তের ‘গ্রহণ’! রবিতে ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি?
এদিকে শহর কলকাতায় বিগত কয়েকদিনধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজও যার ব্যতিক্রম দেখা গেল না। দিনের ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে খুব স্বাভাবিকভাবেই যানজট সৃষ্টি হয় কোনও কোনও জায়গায়। বিশেষত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলির কোথাও কোথাও যানজটে নাকাল হতে হয় মানুষকে। যদিও ট্রাফিক পুলিশের তরফ থেকে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *