Mandarmani News : ব্যারাকপুরে দিদির বাড়ি যাবে বলে মন্দারমণিতে! মৃত যুবতীর পরিচয় পেল পুলিশ – police get identification of mandarmani sea beach dead young girl


অবশেষে জানা গেল মন্দারমণিতে দেহ উদ্ধার হওয়া যুবতীর পরিচয়। মৃত যুবতী লাবনী দাস। তাঁর বাড়ি নদিয়া জেলার তাহেরপুর এলাকার। সংবাদ মাধ্যমে খবরের জেরে পরিবারের লোকেরা মৃতদেহটি প্রাথমিকভাবে শনাক্ত করেন। মৃতদেহটি শনাক্ত করতে ইতিমধ্যেই মান্দারমণির উদ্দেশে রওনা দিয়েছেন মৃত যুবতী পরিবারের সদস্যরা। মৃত যুবতীর পরিচয় উদ্ধারের পর রীতিমতো রহস্য দাঁনা বেঁধেছে।

সূএ মারফত জানা গিয়েছে, ওই যুবতী কলেজ পাশ করার পর বিউটি পার্লারের কাজ করতেন। গত রবিবার বিকালে দিদির বাড়ি ব্যারাকপুর যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তারপরেই যুবতীর মোবাইল সুইচড অফ হয়ে যায়। পরের দিন অর্থাৎ সোমবার মন্দারমণি মেরিন ড্রাইভ চাঁদপুরে পাথরের ওপর যুবতীর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মন্দারমণি উপকূল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Mandarmani Beach : মন্দারমণির সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ
যুবতীর পরিচয় উদ্ধার করতে সব রকমভাবে তদন্তও শুরু করে পুলিশ। প্রতিবেশী রাজ্য ওড়িশা-সহ একাধিক থানায় যুবতীর ছবি পাঠান হয়। ওই যুবতীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন জেলা পুলিশের আধিকারিকেরা। যদিও এই বিষয়ে এখনওই কোনও মন্তব্য করতে রাজি হয়নি জেলা পুলিশ। তবে ওই যুবকী কী ভাবে বা কার সঙ্গে মন্দারমণিতে পৌঁছলেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুজোর আগে এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেল ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে মন্দারমণির হোটেল ব্যবসায়ী বলরাম করণ জানান, এই ধরণের ঘটনায় তাঁরা খুবই চিন্তিত। পুজোর সময় রাজ্য, ভিন রাজ্যে এমনকী ভিন দেশ থেকেও বহু পর্যটক যান মন্দারমণিতে। এই ধরণের ঘটনা কিছুটা হলেও পর্যটকদের মনে ভয়ের সঞ্চার করবে বলেই মনে করেন তিনি। এই ধরণের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য এলাকায় প্রশাসনের নজদারি বাড়ান এবং এলাকা আলোকিত করার আবেদন জানান তিনি।

Purba Bardhaman News : নিখোঁজ স্কুল শিক্ষকের দেহ উদ্ধার কালনায়, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
মন্দারমণি হোটেল ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক সন্দীপন বিশ্বাস জানান, নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও বাড়ান হয় তার আবেদন আগেই আগেই জানানো হয়েছিল। পুজোর আগে এই ধরণের ঘটনায় তাঁরা খুবই চিন্তায় পড়েছেন। একইসঙ্গে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি বৃদ্ধির দাবিও জানান তিনি। তাঁর আশঙ্কা, এই ধরণের ঘটনা ঘটতে থাকলে আগামীদিনে পর্যটকদের সংখ্যা কমতে পারে মন্দারমণিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *