কর্মসংস্থানের সুযোগ
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় যাতে আরও পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য বিশেষ উদ্যোগ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের। নোংরা আবর্জনা সংগ্রহ করে সেগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সার ও উপকরণ তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে দফতরের পক্ষ থেকে। এক্ষেত্রে বর্জ্যগুলিকে সংগ্রহ করা হবে এবং সেগুলিকে প্রক্রিয়াকরণ করে সার কিংবা অন্যান্য অর্থকরী সামগ্রী তৈরি করা হবে বলে জানান দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রক্রিয়াটিই চলবে স্থানীয় মানুষদের নিয়ে। ফলে এর মাধ্যমে বহু মানুষের কর্ম সংস্থান হবে বলেও আশাবাদী পঞ্চায়েতমন্ত্রী।
একটা বিষয় অবশ্য মনে রাখতে হবে, দিঘায় পর্যটকদের আরও বেশি করে আনন্দ ও স্বাচ্ছন্দ্য দিতে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সেই ধারা অনুসরণ করেই এবার নয়া এক পদক্ষেপ সৈকত শহর দিঘায়। পর্যটকদের কথা মাথায় রেখে এবার দিঘায় গড়ে তোলা হচ্ছে আরও একটি পার্ক। প্রশাসন সূত্র খবর, পুজোর আগেই পরিবেশ বান্ধব নতুন ওই পার্কটি তৈরির কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, পুজোর মাসে পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সময় পার্কর উদ্বোধন করতে পারেন মমতা।
যেহেতু দিঘার অর্থনীতির একটা বড় অংশ পর্যটনের সঙ্গে যুক্ত, তাই নতুন এই পার্কের তৈরি হলে তার ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা করছেন দিঘার হোটলে মালিক ও ব্যবসায়ীরা। এই বিষয়ে, দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মরশুমে নিউ দিঘায় পর্যটক সমাগম তুলনামূলকভাবে বেশি থাকে। সেখানে ঢেউসাগর ছাড়াও রয়েছে অমরাবতী এবং কাজলাদিঘি লেক পার্ক। সেক্ষেত্রে নিউ দিঘায় আরও একটি পার্ক তৈরি হলে পুজোর সময় পর্যটক সমাগম বাড়বে বলেই মনে করছে তারা।