Railway Fraud Job : রেলের নাকের ডগাতেই ভুয়ো চাকরির ফাঁদ! পর্দাফাঁস বড় প্রতারণা চক্রের, গ্রেফতার ৭ – rpf caught a gang created railway fraud job racket from bardhaman rail institute hall


Railway Institute Hall ভাড়া করে সেখানেই পাতা হয় ভুয়ো চাকরির প্রতারণার ফাঁদ। রেল নাকের ডগায় ভুয়ো চাকরির কারবার চালাচ্ছিল একদল যুবক। সন্দেহের বশে ওই প্রতারক দলের উপর নজরদারি চালায় RPF স্পেশাল টিম। অবশেষে বর্ধমান থেকে গ্রেফতার ৭ জন। উদ্ধার হয়েছে রেলের প্রচুর নকল নথি।

Purba Bardhaman Shoot Out : ফের শ্যুট আউট বর্ধমানে! বাড়িতেই গুলিবিদ্ধ ব্যবসায়ী, গ্রেফতার অভিযুক্ত
কী ঘটনা ঘটেছে?

রেলেরই ইনস্টিটিউট হলকে ব্যবহার করে রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোটা টাকার বিনিময়ে চাকরির টোপ দিত অভিযুক্ত গ্যাং। রেলের ক্রাইম ইনটেলিজেন্স ব্রাঞ্চের দেওয়া খবরের ভিত্তিতে বর্ধমান RPF পর্দাফাঁস করল বড়সড় চাকরি প্রতারণা চক্রের। গ্রেফতার চক্রের মূল পাণ্ডা সহ ৭ জন। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে অভিযান চালিয়ে আরপিএফের অফিসারেরা সকলকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত চারজন চাকরি প্রার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়।

Purba Bardhaman News : সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের শিকার? বর্ধমানে মর্মান্তিক মৃত্যু ৩ শ্রমিকের, অসুস্থ ২
RPF কী বলছে?

RPF সূত্রে জানা গিয়েছে, অভিযান চালানোর সময় ধৃতদের কাছ থেকে টিসি/টিই (গ্রুপ-সি) পদের জন্য দেবজিত মালি নামে এক প্রার্থীর জন্য তৈরি করা ৩ পাতার একটি জাল নিয়োগপত্র, ৩টি জাল খালি পরিষেবা বই, ভারতীয় রেলের গ্রুপ-ডি পদের জন্য ৬টি জাল নিয়োগ ফর্ম, ৭টি জাল RRB OMR শিট একাধিক নকল রেজিষ্টার খাতা, ১টি রাবার স্ট্যাম্প উদ্ধার হয়। রাবার স্ট্যাম্প সেক্রেটারি আরআরসি কলকাতা ইস্টার্ন রেলওয়ে চিৎপুর কল-৩৭ এর নামে তৈরি করা হয়েছিল। ১টি ভারতীয় রেলওয়ের স্ট্যাম্প এবং ১টি ফেবার ক্যাসেলের স্ট্যাম্প প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে।

Purba Bardhaman News : নিখোঁজ স্কুল শিক্ষকের দেহ উদ্ধার কালনায়, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
কীভাবে চলে অপারেশন?

RPF সূত্রে জানানো হয়েছে, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB) মারফত বর্ধমানে একটি ভুয়ো চাকরি চক্রের কর্মসূচির বিষয়ে খবর পাওয়া যায়। তার ভিত্তিতে মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটের উপর নজরদারি শুরু করে RPF-এর একটি স্পেশাল টিম। হলের দরজা বন্ধ করে ভিতরে যখন অভিযুক্তরা প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নামে নিজেদের কাজকর্ম করছিল, সেইসময় RPF-এর আচমকা অভিযানে অভিযুক্তরা ঘাবড়ে গিয়ে টেবিলে রাখা বেশ কিছু নথি সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আরপিএফ এর অফিসারদের তৎপরতায় হল ঘরের ভিতরে উপস্থিত ৭জন প্রতারক কে হাতেনাতে ধরা পরে।

রেলে চাকরি দেওয়ার নাম করে ফের প্রতারণা

হল ভাড়া করে চলত প্রতারণা চক্র

রেলের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির টোপ দিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এদিন বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউট ভাড়া করে আউশগ্রাম, বুদবুদ ও কেতুগ্রাম থেকে আসা বেশ কয়েকজন চাকরীপ্রার্থীকে একত্রিত করা হয়েছিল। রেলের গ্রুপ ডি ও সি পদের চাকরির জন্য ৫ লাখ টাকা করে দাবি করেছিল ধৃতরা। সেই মতো অনেকেই গত এক বছরে ধাপে ধাপে প্রায় এক লাখ টাকা করে প্রতারকদের মিটিয়েছেন বলেও জানা গিয়েছে। পরে আরপিএফ-এর তরফে ধৃতদের বর্ধমান থানার হেফাজতে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *