Acid Attack : অ্যাসিড-হানায় ১০.৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ, বাংলার ঐতিহ্য স্মরণ বিচারপতির – calcutta high court ordered a compensation of 10 lakhs to a minor victim of acid attack following the supreme court order


এই সময়: অ্যাসিড হানায় আক্রান্ত নাবালিকাকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাড়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট। এতদিন এ রাজ্যে ভিক্টিম কমপেনসেশন স্কিমে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল আ্যসিড-হানায় আক্রান্তদের ক্ষেত্রে। তবে নাবালিকা হলে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নজির রয়েছে। কিন্তু নিপুন সাক্সেনা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি (নালসা) মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ভিক্টিম কমপেনসেশনের পৃথক যে হার নির্ধারণ করে দিয়েছে–তা রাজ্যে চালু স্কিমে নির্দিষ্ট অর্থের তুলনায় অনেকটাই বেশি।

Calcutta High Court Case : ‘গোখলে বলেছিলেন…কিন্তু আজকের বাংলা বিপরীতে অবস্থান করছে ‘, ‘হতাশা’ প্রকাশ হাইকোর্টের
এর আগে পাচারের একটি ঘটনায় হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশে নালসা গাইডলাইন মেনে সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল রাজ্য। এ বার অ্যাসিড-হানার ঘটনায় ওই গাইডলাইন মেনে সাড়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিলেন বিচারপতি শেখর ববি শরাফ। এই বিষয়ে রাজ্যের উদাসীন ভূমিকারও সমালোচনা করেছে আদালত।

SpiceJet Credit Suisse Case : ‘আপনি মরে গেলেও কিছু যায় আসে না’, স্পাইসজেটকে বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
আদালত পর্যবেক্ষণে লিখেছে, স্বাধীনতাসংগ্রামী গোপালকৃষ্ণ গোখলে এক সময় বলেছিলেন, বাংলা আজ যা ভাবে, ভারত তা আগামিকাল ভাবে। কিন্তু আজকের বাংলা যেন এই বক্তব্যের বিপরীত দিকেই হাঁটছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য পিছিয়ে পড়ছে। আদালত এই প্রসঙ্গে স্মরণ করেছে বাংলার বীর নারীদেরও। আদালত বলেছে, যে রাজ্য এক সময় বেগম রোকেয়া, শাখাওয়াত হোসেন, সরোজিনী নাইডুর মতো প্রগতিশীল নারীবাদীদের কর্মক্ষেত্র ছিল, সেই রাজ্য আজকে তার নারীবাদী শিকড় ভুলে গিয়েছে। রাজ্যকে আদালতের পরামর্শ, রাজ্যের উচিত তার অতীত ইতাহাস যেন মলিন না-হয়, সে জন্যে সতর্ক থাকা।

২০১৫-র মে মাসে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নাবালিকা ও তার ভাইয়ের উপরে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। পর্যাপ্ত আর্থিক সাহায্য না পেয়ে আদালতের দ্বারস্থ হয় ভাই-বোন। মামলা চলাকালীন ভাইকে সাড়ে চার লক্ষ টাকা ও নাবালিকা দিদিকে মাত্র তিন লক্ষ টাকা দেওয়া হয় ভিক্টিম কমপেনসেশন স্কিমে। দীর্ঘদিন কেটে গেলেও আর কোনও ক্ষতিপূরণ না পেয়ে ফের আদালতে আবেদন করে তারা।

Calcutta High Court : তদন্তে নির্যাতিতার বাড়িতে রাতে পুলিশ! বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে ২ ওসিকে
নাবালিকার আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নালসার গাইডলাইনে অ্যাসিড হামলায় সাত থেকে আট লাখ টাকা আর্থিক সাহায্য পেতে পারে আক্রান্তরা। এবং আক্রান্ত যদি নাবালক বা নাবালিকা হয়–তা হলে আরও ৫০ শতাংশ অর্থ বেশি প্রাপ্য। দীর্ঘ শুনানির পরে আদালত জানিয়ে দেয়, চার সপ্তাহের মধ্যে আক্রান্ত নাবালিকাকে আরও ৭ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে রাজ্যকে। আর আট সপ্তাহের মধ্যে নালসা গাইডলাইন মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *