Digha Incident : দিঘার সমুদ্রে নেমে বিপত্তি! তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করতে কালঘাম নুলিয়াদের – tourists fell into the turbulent sea of ​​digha and drowned local nulia saved his life


উত্তাল দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। উদ্ধার হওয়া পর্যটকের নাম সুব্রত সর্দার। তাঁর বয়স ২৫ বছর। উদ্ধার হওয়া পর্যটকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ মথুরাপুর এলাকায়। উদ্ধার করে তাঁকে স্থানীয় দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই পর্যটক। তখনই প্রবল ঢেউয়ের স্রোতে তিনি তলিয়ে যান। দেখতে পেয়ে তড়িঘড়ি সমুদ্রে নেমে তাঁকে উদ্ধার করেন সেখানে কর্তব্যরত নুলিয়ারার।

Digha Sea Beach: কৌশিকী অমাবস্যায় আচমকা বদলাল সমুদ্রের জলের রং! দিঘায় আতঙ্কে পর্যটকেরা
সকাল থেকে দিঘার আবহাওয়া খারাপ। প্রাকৃতিক দুর্যোগে অবিরাম বৃষ্টি অন্যদিকে অমাবস্যার কারণে সমুদ্রের জল উত্তাল হয়ে পড়েছে। সেই উত্তাল সমুদ্রে দিঘা মোহনা থানার সি হক ঘোলা ঘাটে স্নানে নেমে তলিয়ে যায় ওই যুবক। কর্মরত নুলিয়ারা দেখতে পেয়ে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল সে। এই মুহূর্তে সে দিঘা হাসপাতালে চিকিৎসাধীন।

New Digha Sea Beach : পুজোর আগে দিঘা হচ্ছে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, কর্মসংস্থানের সুযোগ স্থানীয়দেরও
প্রসঙ্গত, অগাস্ট মাসের শুরুতে দিঘায় বেড়াতে এসে মৃত্যু হয় পর্যটকের। মৃত পর্যটকের নাম কল্যাণ দাস বলে জানা গিয়েছে। তাঁর ৪৮ বছর বয়স হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মৃত পর্যটক কলকাতার চারু মার্কেট থানা এলাকারা বাসিন্দা বলেই জানা গিয়েছিল। বন্ধুদের সঙ্গে তিনি দিঘায় বেড়াতে গিয়েছিলেন। ওল্ড দিঘার গার্ডওয়ালের উপর তিনি বসে ছিলেন। হঠাৎ করে স্নান করতে নেমে তিনি তলিয়ে যান। নুলিয়ার খবর পেয়ে সমুদ্রে তল্লাশি চালিয়ে ওই পর্যটককে তুলে আনে। ততক্ষণে তিনি মারা গিয়েছেন। দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি বাড়তেই দিঘার সমুদ্রে শুরু ব্যাপক জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের। সকাল থেকেই মেঘলা আকাশ দিঘায়। কখনও মাঝারি কখনও আবার ভারী বৃষ্টিপাত চলছে গোটা পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। বৃষ্টি উপেক্ষা করে সৈকত নগর দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করতে সৈকত হাজার হাজার পর্যটক।। সমুদ্রের তীব্র জলরাশির ভয়ঙ্কর রূপ দেখতে গার্ড ওয়েল এর সামনে ভিড় করেছেন পর্যটকরা। কিন্তু ঢেউয়ের কারণে পর্যটকদের অনেকেই সমুদ্রে নামতে পারছেন না। সেই কারণে দিঘায় আসা অনেক পর্যটকেরই মন খারাপ।

Mandarmani Beach : মন্দারমণির সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ
আবহাওয়ার খারাপ হওয়ার পরই এদিন সমুদ্র নামতে প্রশাসনের তরফে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে। সৈকত থেকেই জলোচ্ছ্বাসের আনন্দ ক্যামেরা বন্দী করতে সেলফি তোলার হিরিক লেগেছে দিঘায় আসা পর্যটকদের মধ্যে। পর্যটকরা ক্যামেরা বন্দী করছেন জলোচ্ছ্বাসের সেই ভয়ঙ্কর দৃশ্য। সৈকত জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *