Duare Doctor : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা সরবরাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু দুয়ারে ডাক্তার – on the instructions of mamata banerjee duare doctor service is launched in the remote areas of sundarbans


এই সময়, মিনাখাঁ: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হলো দুয়ারে ডাক্তার পরিষেবা। বুধবার মিনাখাঁয় দুয়ারে ডাক্তার শিবিরে গিয়ে অনেকেই চিকিৎসা করান। বসিরহাট স্বাস্থ্য জেলা ও বারাসত জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে বুধবার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের ধুতুরদহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ে দুয়ারে ডাক্তার শিবির হয়। এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন অভিজ্ঞ চিকিৎসক। সকাল ১০টা থেকে দুয়ারে ডাক্তার শিবির শুরু হয়। শেষ হয় বিকেলে। এ দিন ধুতুরদহ, কুমারজোল-সহ বিভিন্ন এলাকার মানুষ তাঁদের শরীরের নানা সমস্যা নিয়ে এই দুয়ারে ডাক্তার ক্যাম্পে আসেন।

Duare Doctor: জঙ্গলমহলে ‘দুয়ারে ডাক্তার’, শিবিরে মিলছে কোন কোন পরিষেবা? জেনে নিন
এ দিন চর্মরোগ বিভাগে ৩৬৩ জন, নাক, কান, গলার সমস্যা নিয়ে ১১২ জন, জেনারেল মেডিসিনে ২৫০ জন, কার্ডিওলজি বিভাগে ৫৮, সাইকিয়াট্রি বিভাগে ৭৩, পেড মেডিসিন বিভাগে ১৪৮, চোখের সমস্যা নিয়ে ৩২৭ জন, জেনারেল ওপিডিতে ৩৩৯ জন, গাইনি এবং ওবিএস বিভাগে ৮৮ জন, দাঁতের সমস্যা নিয়ে ৬৫ জন, সার্জারি বিভাগে ১৯ ও অর্থোপেডিক বিভাগে ১৯৮ জন-সহ প্রায় ২ হাজার মানুষ এসে চিকিৎসা করান ও ওষুধ নেন। এলাকার মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা পেতে হলে কলকাতায় যেতে হয়। এতে খরচ হয় প্রচুর। অনেক সময়ও নষ্ট হয়। দুয়ারে ডাক্তার শিবিরের ফলে খুশি এলাকার মানুষ।

Duare Doctor : চিকিৎসার স্বার্থে রাজ্যে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি, ভূয়সী প্রশংসায় বিজেপি
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আনিস গাজি বলেন, ‘শুধু একদিন ডাক্তার বসিয়ে শিবির করলে চলবে না। মাসে একদিন হলে ভালো হয়। আজ ডাক্তার দেখিয়েছি, ওষুধও দিয়েছে। কিন্তু পরে ওই ডাক্তারবাবুকে কোথায় পাব। তাই ফের এমন ব্যবস্থা করলে ভালো হয়।’ এ দিন শিবির পরিদর্শনে এসে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মিনাখাঁর প্রত্যন্ত এলাকায় প্রথম দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হলো। প্রায় ১২ রকমের চিকিৎসা পরিষেবা এই ক্যাম্প থেকে দেওয়া হয়েছে।’ এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন মিনাখাঁর স্বাস্থ্য আধিকারিক শুভ বাগচী, কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকবর গাজি-সহ চিকিৎসকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *