Kolkata Cab Service : মহিলা ক্যাব চালকের সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার অস্ট্রেলিয়ার বাসিন্দা – gariahat police arrested an australian passenger for allegedly molesting a female cab driver


এই সময়: মহিলা ক্যাব চালককে যৌন হেনস্থার অভিযোগে এক যাত্রীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল গড়িয়াহাট থানার পুলিশ। ধৃতের নাম সৌরভ সিনহা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের দাদা কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে কর্মরত। ভাইকে ছাড়াতে তিনি পুলিশের কাছে ফোন করেছিলেন। তবে কোনও লাভ হয়নি। এরপরে নিজেই এসেছিলেন থানায়। যদিও বাইরে সংবাদমাধ্যমের ভিড় দেখে আর ভিতরে ঢোকেননি।

Joe Biden G-20 : আটক বাইডেনের কনভয়ের চালক, জি-২০ সম্মেলন শেষের আগেই বিমান ধরলেন মার্কিন প্রেসিডেন্ট
পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে একটি ক্যাব বুক করেন। গাড়িতে ওঠার পর থেকেই সৌরভ ক্যাব চালককে নানা কারণে স্পর্শ করতে শুরু করেন বলে অভিযোগ। বারণ করলেও সেকথা কানে তোলেননি ওই যাত্রী। তখনই সৌরভকে নেমে যাওয়ার কথা বলেন ওই মহিলা চালক। কিন্তু তিনি আর কোনও অভব্যতা করবেন না, এই আশ্বাস দেওয়ার পরেই দুপুর পৌনে একটা নাগাদ ওই যাত্রীকে গড়িয়াহাট রোডে নামিয়ে দিয়ে চলে যান ক্যাব চালক। কিন্তু এরপরেও একাধিক বার এসএমএস করে সৌরভ ওই ক্যাব চালককে রাতে হোটেলের রুমে আসতে বলেন, বলে অভিযোগ।

Cyber Crime News : সাইবার প্রতারণার শিকার হয়ে সাহায্য প্রতারিতদের, বিনামূল্যে আইনি সহায়তা দিতে চালু হেল্পলাইন নম্বর
আর চুপ করে থাকেননি ওই মহিলা ক্যাব চালক। পুরো ঘটনার কথা তিনি জানান ক্যাব চালক অ্যাসোসিয়েশনের সদস্যদের। রাতেই ওই সদস্যদের সঙ্গে নিয়ে সৌরভের হোটেলে পৌঁছে যান মহিলা ক্যাব চালক। হোটেলের ঘর থেকে বাইরে আসতে বলা হয় সৌরভকে। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় গড়িয়াহাট থানায়। পুরো ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ক্যাব চালক। পুলিশের হাতে তুলে দেন ওই যুবকের পাঠানো মেসেজের স্ক্রিন শটও।

Vistara Flight : মাঝ আকাশে বিমান সেবিকাকে জাপটে ধরে চুমু খাওয়ার চেষ্টা! গ্রেফতার বাংলাদেশি
অভিযোগকারীর বক্তব্য, ‘গাড়িতে ওঠার পর থেকেই ওই যাত্রী আমার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। প্রতিবাদ না করলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, সে কারণেই পুলিশে অভিযোগ করেছি।’ পুলিশ সূত্রের খবর, ধৃতের মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি।

Indigo Flight : মাঝ আকাশে ইন্ডিগো বিমানে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার যুবক
মহিলা চালকের ভূমিকায় খুশি পরিবহণ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্তারাও। পরিবহণ দপ্তরের এক কর্তা বুধবার রাতে বলেন,’একদম ঠিক কাজ করেছেন ক্যাব চালক। এর ফলে ভবিষ্যতে যাত্রীরা এমন কাণ্ড ঘটানোর সাহস পাবেন না।’ পুলিশের আর্জি, কোনও যাত্রী বা চালক খারাপ আচরণ করলে চুপ থাকবেন না। আমাদের অভিযোগ জানান। অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *