Kolkata News : অপহরণের ছক! শহরের স্কুলগুলিতে বাড়ছে আতঙ্ক – panic is spreading over an audio clip of children being abducted in a whatsapp group of parents in kolkata schools




এই সময়: স্কুলে পড়ুয়াদের পাঠিয়েও যেন আর নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। সম্প্রতি অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। ওই ক্লিপে এক অভিভাবিকা দাবি করছেন, তাঁর সন্তানকে পরিবারের লোকজনের কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি ‘এই সময়’)। সল্টলেকের এক স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অডিয়ো ক্লিপ ফরওয়ার্ড হতেই শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে অন্য স্কুলগুলির পড়ুয়াদের অভিভাবকদের মধ্যেও।

সিবিএসই স্কুলেও মাতৃভাষায় শিক্ষা, সিদ্ধান্ত ঘিরে ধোঁয়াশা
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ব্রাত্য বলেন, ‘খুবই খারাপ ঘটনা। উপযুক্ত রিপোর্ট পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তা হলে রিপোর্ট এলে সঙ্গে সঙ্গে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে।’ কলকাতা পুলিশও জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *