কোন কোন রুটে সিটি বাস-
দিন কয়েক আগেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে বৈঠক করেন৷ এরপরই শহরের কিছু রুটে সিটি বাস চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এনজেপি থেকে শালুগাড়া, মিলনমোড় সহ আরও বেশ কিছু রুটে সিটি বাসগুলি চালানো হবে৷ এর আগে এই রুটগুলিতে সিটি বাসগুলি থাকলেও পরে তা নানা কারণে বন্ধ হয়ে যায়৷ ফের যাতে সিটি বাস চালু করানো হয় তা নিয়ে বহুদিন ধরেই দাবি করে আসছিলেন সাধারণ মানুষ ৷
শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উদ্যোগ
শিলিগুড়ির পুরনিগমে ‘মেয়রকে বলো’ কর্মসূচিতেও সিটি বাস চালানোর দাবি নিয়ে ফোন পেয়েছিলেন শিলিগুড়ির মেয়র। সাধারণের মানুষের আবেদন ও অসুবিধা শুনে এরপরই বিষয়টি নিয়ে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব৷ তিনি জানান, ‘পুজোর আগে সিটি বাস চালু করা যাবে বলে আশা করছি ৷ এনবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে৷’
এদিকে শহরের ভেতরে সিটি বাস চললেও আরেক সমস্যা হওয়ার সম্ভাবনা। সিটি বাস চললে শহরের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। শহরের ভেতরের রাস্তা ও এলাকাগুলি দিয়ে প্রচুর স্কুল বাস চলাচল করে। এর সঙ্গে সিটি বাসের তালিকা জুড়লে ট্রাফিকের চাপ বাড়বে। তাই শহরে যানজটের কথা মাথায় রেখে নির্দিষ্ট সংখ্যাতেই সিটি বাস চালানো সম্ভব বলে জানা গিয়েছে৷ সিটি বাস শুরু করলে তাতে যাত্রী চাহিদা থাকবে তা স্পষ্ট৷ বিশেষ করে অফিস টাইমে যাতে সিটি বাসগুলি চালানো যায় সেই চেষ্টাও করা হচ্ছে৷
টোটো, ই-রিক্সার দাপট
অন্যদিকে, শহরে গত কয়েক বছরে ব্যাপক হারে টোটো কিংবা ই-রিক্সার সংখ্যা বেড়েছে ৷ আইন ভেঙে টোটোগুলিকে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলতে দেখা যাচ্ছে৷ যেকারণে এই টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বহুদিন ধরেই৷ কিছুদিন আগেই পুরনিগমের জেলা প্রশাসন ও পরিবহন দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন মেয়র৷ টোটোগুলিকে যাতে নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে আনা যায় সেব্যাপারে আলোচনা হয়েছে৷ পুজোর পরে টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র৷ বিনা নম্বরের টোটো শহরের মধ্যে চলতে দেওয়া হবেনা বলেও জানিয়েছেন তিনি৷