তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হেনস্থা করছে বলে অভিযোগ তৃণমূলের। পাশাপাশি বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের কেন ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করছে না, এই প্রশ্নও একাধিকবার তুলতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। অভিষেকও একাধিকবার তোপ দেগে জানতে চেয়েছেন, শুভেন্দু অধিকারীর বিষয়ে সিবিআই নীরব কেন? এ বার বিজেপি নেত্রী রূপার মুখে কার্যত একই সুর শোনার পরে সাক্ষাৎকারের ওই অংশটুকু তৃণমূল ব্যবহার করছে তুরুপের তাস হিসেবে।
বিশেষত অভিষেককে যেদিন ইডি জিজ্ঞাসাবাদ করছে সেদিনই তৃণমূল হাতে অস্ত্র পেয়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে বিজেপির। দলের এক শীর্ষ রাজ্য নেতার কথায়, ‘যতদিন রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ ছিলেন, ততদিন বিজেপির পক্ষে কথা বলতেন। এখন আর উনি সাংসদ নন। তাই ওঁর (রূপা) মনে হচ্ছে ইডি-সিবিআইয়ের তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের ছেড়ে বিজেপি নেতাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। পার্টির কোনও কর্মসূচিতেও তো রূপাকে আর দেখা যায় না। লোকসভা ভোটের মুখে তৃণমূলের সুরে কথা বলার কোনও তাৎপর্য আছে কি না, বলতে পারব না।’ তবে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না।