Roopa Ganguly : কেন বিজেপি নেতাদের গ্রেফতার নয়? রূপার মন্তব্যে নয়া বিতর্ক – rupa gangopadhyay said why are bjp leaders not arrested


এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের দিনই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে আসরে নামল তৃণমূল। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রূপা বলেন, ‘যেদিন ইডি কিংবা সিবিআই আমার পার্টির একটি লোককে ধরবে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন, আমি ভীষণ খুশি হবো।’ এক্স হ্যান্ডেলে সাক্ষাৎকারের এই অংশটুকু তুলে ধরে বুধবার বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, ‘বিজেপির হেভিওয়েট নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নিজেই নিজের দলের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, বিজেপির যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার করা না হলেও ইডি-সিবিআই অন্তত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত করুক।’

Abhishek Banerjee CGO Complex : সমন্বয় কমিটির বৈঠকে নয়, সিজিও-তে ইডির দফতরেই পৌঁছলেন অভিষেক
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হেনস্থা করছে বলে অভিযোগ তৃণমূলের। পাশাপাশি বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের কেন ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করছে না, এই প্রশ্নও একাধিকবার তুলতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। অভিষেকও একাধিকবার তোপ দেগে জানতে চেয়েছেন, শুভেন্দু অধিকারীর বিষয়ে সিবিআই নীরব কেন? এ বার বিজেপি নেত্রী রূপার মুখে কার্যত একই সুর শোনার পরে সাক্ষাৎকারের ওই অংশটুকু তৃণমূল ব্যবহার করছে তুরুপের তাস হিসেবে।

Abhishek Banerjee ED : ইডি দফতরে প্রশ্নবাণের সামনে অভিষেক, এক্সে ট্রেন্ডিং #ABJhukegaNehi
বিশেষত অভিষেককে যেদিন ইডি জিজ্ঞাসাবাদ করছে সেদিনই তৃণমূল হাতে অস্ত্র পেয়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে বিজেপির। দলের এক শীর্ষ রাজ্য নেতার কথায়, ‘যতদিন রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ ছিলেন, ততদিন বিজেপির পক্ষে কথা বলতেন। এখন আর উনি সাংসদ নন। তাই ওঁর (রূপা) মনে হচ্ছে ইডি-সিবিআইয়ের তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের ছেড়ে বিজেপি নেতাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। পার্টির কোনও কর্মসূচিতেও তো রূপাকে আর দেখা যায় না। লোকসভা ভোটের মুখে তৃণমূলের সুরে কথা বলার কোনও তাৎপর্য আছে কি না, বলতে পারব না।’ তবে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *