Siliguri News : Youtuber-দের মধ্যে মারপিট, শিলিগুড়ির পার্কে ধুন্ধুমার! ধৃত ৩ – two youtuber involved in clash inside siliguri entertainment park


দুই Youtuber-এর মধ্যে ভিডিয়ো করা নিয়ে ঝামেলায় তুলকালাম শিলিগুড়িতে। নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো করতে গিয়ে দুই ইউটিউবারের মধ্যে বচসা হয়। এরপরই দুইজনের মধ্যে মারপিট হয় বলে অভিযোগ। বুধবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে একটি বিনোদন পার্কে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Serampore Municipality : পুরসভায় চাকরির নামে বিজ্ঞাপন, ‘টার্গেট’ যুবকরা! নিয়োগ প্রতারণার পর্দাফাঁস পুলিশের
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইউটিউবের ভিডিয়ো বানানোর সময় কথা কাটাকাটি থেকে ঝামেলার সূত্রেপাত দুই ইউটিউবারের মধ্যে। তারপরই মারপিটে জড়িয়ে পড়েন ওই দুই ইউটিউবার। মারপিটের ঘটনায় রীতিমতো পার্কের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে দুই পক্ষের বেশ কয়েকজন ঘটনায় আহত হয়েছে। পার্কে আসা অন্যরাও এই ঘটনায় হকচকিয়ে যান।

Cooch Behar News : স্কুলে দুই শিক্ষকের মধ্যে মারামারির অভিযোগ! আতঙ্কিত পড়ুয়ারা, ছুটে গেল পুলিশ
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনার পর দুই ইউটিউবার এর পক্ষ থেকে দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তদন্তে নেমে ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। সূত্রে মারফত জানা গিয়েছে, বিকি গুপ্তা, দীপক রাজক, বিক্রম সরকার নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকেরা সকলে শিলিগুড়ির আশিঘর এলাকার বাসিন্দা।

কী নিয়ে ঝামেলার সূত্রপাত?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিয়ো করার জন্য দুই ইউটিউবারই মহানন্দা ব্যারেজের নিকটবর্তী ওই বিনোদন পার্কে পৌঁছেছিল। ভিডিয়ো শ্যুট করার সময় ফলোয়ার সংখ্যা বাড়ানো নিয়ে নিয়েই ঝামেলা বাঁধে ওই দুই ইউটিউবারের মধ্যে। প্রথমে শুরু হয় তর্কাতর্কির। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Farakka Bridge : খুলে গেল চলন্ত মালগাড়ির বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!
কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

ঘটনার সময় ওই বিনোদন পার্কে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ক্যামেরা ও যাবতীয় সরঞ্জাম নিয়ে কয়েকজন যুবক পার্কের মধ্যে এসেছিল। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারপরই ওই যুবকদের মধ্যে ব্যাপক মারপিট হয়। পার্ক সব বয়সের লোকেরা ছিল। তাঁরা সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরই ওই যুবকদের গাড়িতে করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যাওয়া হয় বলেই শুনেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *