Dakshin 24 Pargana News : চাকরির নামে ‘টাকা আত্মসাৎ’! তৃণমূল নেতাকে রাস্তায় কলার ধরে চড়াল মহিলা – dakshin 24 parganas frazerganj lady has beaten tmc leader allegedly for forgery


চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে এক তৃণমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় জামার কলার ধরে বেধড়ক মারধর করলেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম স্বপন দাস। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারিত মহিলা নুপূর হাজরা অভিযোগ করেন যে, তাঁর স্বামী মারা যাওয়ায় কখনও ছেলেমেয়েকে চাকরি, কখনও রেশন কার্ড করে দেওয়ার নামে ধাপে-ধাপে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছেন। তাঁর আরও অভিযোগ, স্বপন দাস এলাকার বহু মানুষের কাছ থেকে চাকরি-সহ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন।

মহিলার দাবি, এই বিষয়টি নিয়ে তিনি তৃণমূলের বিভিন্ন নেতার কাছেও অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তবে অভিযুক্ত স্বপন দাস টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাড়ি কেনা-‌বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল। ওই মহিলার কাছ থেকে গাড়ি কেন হয়েছিল। কিন্তু তার কাগজ পত্র বৈধ ছিল না। তাই নিয়ে কেস চলছে কাকদ্বীপ আদালতে। আর যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় আমি ডায়মন্ডহারবার জেলে ছিলাম। তাহলে তখন টাকা নিলাম কী করে? সবটাই মিথ্যা কথা।’

Food SI Job : খাদ্য দফতরে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ যুবক
অপরদিকে নুপুর হাজরা অভিযোগ জানিয়ে বলেন, ‘আমার কাছ থেকে হাজার তিরিশ টাকা নিয়েছে। এখন আর তা ফেরত দিচ্ছে না। বারংবার নানা অজুহাতে ঘোরাচ্ছে। আজ বলছে চাকরি দেব, তো কাল বলছে চাকরি দেবে। প্রাপ্য টাকা চাইতে গেলে মারধর করছে। ওর স্ত্রী অপমান করছে। তাই তিনি যখন টাকা দেননি, তখন বলেছি মেরে পাওনা টাকা আদায় করব।’

Sorasori Mukhyamantri : চাকরির নামে ১৯ লাখ টাকা প্রতারণা, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে জানিয়ে সুরাহা
জানা গিয়েছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে কয়লাঘাটা বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন স্বপন দাস। কিন্তু ভোটে তিনি পরাজিত হন। তবে ইতিমধ্যেই আক্রান্ত তৃণমূল নেতা স্বপন দাসের স্ত্রী অনিমা দাস ওই মহিলার বিরুদ্ধে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ নুপূর হাজরাকে গ্রেফতকার করে। আজ ওই মহিলাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আদতেই চাকরি দেওয়ার নাম করে প্রতারণার কোনও বিষয় আছে কি না, সেই দিকটিও দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *