Dharmatala Bus Stand Kolkata : ধর্মতলা থেকে সরবে বাসস্ট্যান্ড! হাইকোর্টে ‘প্ল্যানিং রিপোর্ট’ রাজ্যের – calcutta high court hear dharmatala bus stand case today


ধর্মতলা বাস স্ট্যান্ড কি সরবে? পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে উঠে আসছিল এমনই প্রশ্ন। আদালত অতীতের শুনানিতে জানিয়েছিল, ধর্মতলায় ভিক্টোরিয়ার মতো সৌধগুলিতে বাঁচানোর প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য সবপক্ষকে নির্দেশ দিয়েছিল আদালত।

শুক্রবার এই মামলাটি হাইকোর্টে ওঠে। দেবাংশু বসাক এবং শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনে। এদিন আদালতের নির্দেশ মোতাবেক ধর্মতলা বাস স্ট্যান্ড সংক্রান্ত সমস্যার সমাধানে সাময়িক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। সেখানে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন খালি জায়গাকে চিহ্নিত করে কমপক্ষে ৫০০ বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে। সেই সময়ে স্থায়ী বহুতল পার্কিংয়ের কাজ এগোবে।

Fire Brigade Recruitment : দমকলে নিয়োগে গলদ! ২৫ ‘অযোগ্য’ প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের
এদিন বিচারপতি বলেন, “যে কোনও প্রথম সারির দেশে দশতলায় বাস স্ট্যান্ড রয়েছে। এখানে তা না হওয়ার কী রয়েছে!” এদিকে পরিবেশ কর্মী সুভাষ দত্ত একটি হলফনামা দিয়ে গঙ্গার ধারে দুটি জায়গার কথা জানান। এর মধ্যে একটিতে হাইকোর্টের আইনজীবীদের কার পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। যদিও বিচারপতি দেবাংশু বসাক এবং শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ রাজ্য ও সুভাষ দত্তের হলফনামা নিয়ে আগামীদিনে বিবেচনা করবে বলে জানা গিয়েছে।

এর আগে কার পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে রাজ্যের বক্তব্য শুনতে চায় আদালত। এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৬ অক্টোবর।

Bilkis Bano Case : বিলকিস বানো মামলার অভিযুক্তদের বিশেষ সুবিধা! খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, ধর্মতলায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। আবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন বহু বাস ছাড়ে। এদিকে শহরের মাঝখানে বাসস্ট্যান্ড অবস্থিত হওয়ার কারণে যানজট তৈরি হচ্ছে এবং বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, এই নিয়ে কলকাতা হাইকোর্টে যান সুভাষ দত্ত।

এরপরেই ধর্মতলা বাস স্ট্যান্ডটিকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করা হয় আদালতের নির্দেশে।

Esplanade Bus Stand : ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড না সরাতে বড় পদক্ষেপ! হাইকোর্টে জানাল রাজ্য
উল্লেখ্য, ধর্মতলায় আসল বাস স্ট্যান্ডটি রাখার জন্য রাইটসকে দিয়ে সমীক্ষা চালায় রাজ্য। সেখানে মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, অতীতের শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এমনটাই জানিয়েছিল রাজ্য।

গত ৪ অগাস্ট এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, সমীক্ষার জন্য রাইসকে বরাদ্দ দেওয়ার আগে সেনা, মেট্রো, পুরসভার সঙ্গে বৈঠক করা হয়। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *