Kolkata Latest News : থরে থরে সাজানো নোট-সোনার গয়না, অর্পিতার স্মৃতি উসকে কলকাতায় বিপুল টাকা উদ্ধার ED-র – ed seized 417 crore from kolkata bhopal mumbai linked with money laundering network


রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা এখনও পর্যন্ত সাধারণ মানুষের স্মৃতিতে তাজা। একই মধ্যে শহরে ফের একবার উদ্ধার হল তাড়া তাড়া নোট। ‘মহাদেব অ্যাপ’ নামক একটি বেটিং সংস্থাকে নিয়ে তদন্তে নেমে কলকাতা, ভোপাল এবং মুম্বইয়ে তল্লাশি চালিয়েছিল ED। আর এই তিন জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৪১৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, এই সংস্থাটির সদর দফতর দুবাইতে। এরপর সেখান থেকেই প্রতারণার জাল বিছিয়ে দেওয়া হয় ভারতের একাধিক বড় শহরে। তদন্তে নেমে একসঙ্গে কলকাতা, ভোপাল এবং মুম্বইতে তল্লাশি চালায় ED। আর এরপরেই সমস্ত জায়গা থেকে মোট ৪১৭ কোটি নগদ উদ্ধার হয়। শুধু নগদ নয়, উদ্ধার হয়েছে সোনার বাটও।
Primary TET Scam : প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল, হাইকোর্টে জানাল CBI
জানা গিয়েছে, অনলাইন বেটিং অ্যাপে মাঝবয়সীদের নিশানা করা হত। মোটা অঙ্ক জেতানোর টোপও দেওয়া হত। অনেকেই এই অ্যাপের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন বলে উঠে এসেছে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে ED। সেই মোতাবেক চালানো হয়েছে তল্লাশি। সমস্ত তল্লাশির থেকে এই মোট টাকা উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধুমাত্র শহর কলকাতা থেকে কত টাকা উদ্ধার হয়েছে তা আলাদা করে জানা সম্ভব হয়নি।
Nusrat Jahan: ইডির ‘দুয়ারে’ নুসরত জাহান, অভিনেত্রী সাংসদের জন্য তৈরি লম্বা প্রশ্নমালা
উল্লেখ্য, কয়েক মাস আগে গার্ডেনরিচের আমির খান নামক এক ব্যবসীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। ই নাগেটস নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরেই তল্লাশি শুরু হয়েছিল আমির খানের বাড়িতেও। সেই সময়ও তাঁর বাড়িতে খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়।

এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন এই আমির খান। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল গাজিয়াবাদ থেকে। এই দুটি ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল থরে থরে টাকা।

Govinda : ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে পুলিশি জেরার মুখে সুপারস্টার গোবিন্দা
এই ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছিল শহরবাসীর। শুধু টাকা নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল সোনার গয়নাও। যদিও এই মামলার শুনানি চলাকালীন আদালতে অর্পিতা দাবি করেছেন এই অর্থ তাঁর নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *