প্রসঙ্গত, বিগত কয়েকদিনের মধ্যে একাধিকবার মেট্রোয় সমস্যার ঘটনা ঘটল। গত ৯ তারিখ সকাল ৮টা ১২ মিনিট নাগাদ মেট্রোয় পাওয়ার ব্লক হয়ে যায়। যের জেরে বিঘ্নিত হয় পরিষেবা। সেই পরিস্থিতিতে পৃথকভাবে দুই দিকে চালান হয় মেট্রে। যার সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে গোটা বিষয়টি জানান হয়।
সেই ঘটনার ঠিক ২ দিন আগে এই নিয়ে এই গিরীশ পার্ক স্টেশনেই আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সেই ঘটনাও ঘটে দিনের ব্যস্ত সমেয়েই। যার জেরেও কিছু সময় বন্ধ রাখতে হয় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। ফলে খুব স্বাভাবিকবাবেই হয়রানির মধ্যে পড়েন যাত্রীরা। সেই দিনও মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়, সকাল ৯টা ৫৫ নাগাদ খবর পাওয়া যায় যে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়েছেন ওই যাত্রী। মেট্রো প্রথম কোচের নীচেই ওই যাত্রীর শরীর ঢুকে গিয়েছিল। যার জেরে ১০টা ৪ মিনিট নাগাদ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর ১০টা ১২ মিনিটে মেট্রোর নীচ থেকে উদ্ধার করা হয় ওই যাত্রীকে। ১০টা ১৭ মিনিটে ফের বিদ্যুৎ সংযোগ চালিু করা হয় মেট্রোর তৃতীয় লাইনে। ১০টা ২০ মিনিটে পুনরায় স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
শহর কলকাতায়, একের পর এক রুটে কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামীদিনে কলকাতার পার্শ্ববর্তী শহরতলিতেও পৌঁছে যেতে পারে মেট্রো। যত দ্রুত আরও বেশি মানুষকে পরিষেবা দেওয়া যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তারই মাঝে এই ধরণের ঘটনায় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।