Kolkata Metro News : মেট্রোয় প্রযুক্তিগত বিভ্রাট, গিরীশ পার্ক-ময়দান স্টেশনের মাঝে বন্ধ পরিষেবা – kolkata metro service has been suspended between maidan and girish park station


ফের সপ্তাহের কাজের দিনে মেট্রো বিভ্রাট। যার জেরে এবার গিরীশ পার্ক থেকে ময়দানের মাঝে বন্ধ পরিষেবা। প্রযুক্তিগত সমস্যার কারণেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে চালু রয়েছে মেট্রো পরিষেবা। কাজের দিনে অফিস টাইমে এই সমস্যায় ফের নাজেহাল সাধারণ মানুষ। মেট্রোর তরফে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। সমস্যার পরে ময়দান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়ে বেলা ১২টা ৬ মিনিটে। অন্যদিকে গিরীশ পার্ক থেকে কবি সুভাষের উদ্দেশ্যে মেট্রো চাড়ে বেলা ১২টা ১০ মিনিটে।

Kolkata Metro : মেট্রোয় পাওয়ার ব্লক! সাতসকালে বিঘ্নিত পরিষেবাপ্রসঙ্গত, বিগত কয়েকদিনের মধ্যে একাধিকবার মেট্রোয় সমস্যার ঘটনা ঘটল। গত ৯ তারিখ সকাল ৮টা ১২ মিনিট নাগাদ মেট্রোয় পাওয়ার ব্লক হয়ে যায়। যের জেরে বিঘ্নিত হয় পরিষেবা। সেই পরিস্থিতিতে পৃথকভাবে দুই দিকে চালান হয় মেট্রে। যার সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে গোটা বিষয়টি জানান হয়।

সেই ঘটনার ঠিক ২ দিন আগে এই নিয়ে এই গিরীশ পার্ক স্টেশনেই আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সেই ঘটনাও ঘটে দিনের ব্যস্ত সমেয়েই। যার জেরেও কিছু সময় বন্ধ রাখতে হয় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। ফলে খুব স্বাভাবিকবাবেই হয়রানির মধ্যে পড়েন যাত্রীরা। সেই দিনও মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়, সকাল ৯টা ৫৫ নাগাদ খবর পাওয়া যায় যে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়েছেন ওই যাত্রী। মেট্রো প্রথম কোচের নীচেই ওই যাত্রীর শরীর ঢুকে গিয়েছিল। যার জেরে ১০টা ৪ মিনিট নাগাদ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর ১০টা ১২ মিনিটে মেট্রোর নীচ থেকে উদ্ধার করা হয় ওই যাত্রীকে। ১০টা ১৭ মিনিটে ফের বিদ্যুৎ সংযোগ চালিু করা হয় মেট্রোর তৃতীয় লাইনে। ১০টা ২০ মিনিটে পুনরায় স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
Kolkata Metro News : প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিকের পথে মেট্রো, ডাউন লাইনে ময়দান থেকে ছাড়ল ট্রেনশহর কলকাতায়, একের পর এক রুটে কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামীদিনে কলকাতার পার্শ্ববর্তী শহরতলিতেও পৌঁছে যেতে পারে মেট্রো। যত দ্রুত আরও বেশি মানুষকে পরিষেবা দেওয়া যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তারই মাঝে এই ধরণের ঘটনায় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *