Kolkata Traffic Update : শহরের মাঝে সমাবেশ! রাস্তায় বাড়বে ভোগান্তি? জানুন শুক্রবারের ট্রাফিকের হালচাল – kolkata traffic update on 15 september informed by traffic police


আজ, শুক্রবার Kolkata Traffic Update কেমন থাকবে। সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হয়ে চলেছে দফায় দফায়। তার মাঝেই মিটিং, মিছিলের জন্য কি ভোগান্তি বাড়বে? কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে? জেনে নিন, আজকের ট্রাফিক আপডেট একনজরে।

KC Das Kolkata : দুনিয়ার মিষ্টি-ম্যাপে জয়জয়কার কলকাতার, ২৫ নম্বরে কেসি দাশ
কোথায় মিটিং – মিছিল?

লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আজকে বেলা আড়াইটে নাগাদ এসপ্ল্যানেড মেট্রোর ৫ নং গেটের কাছে একটি জমায়েত আছে। সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এছাড়াও দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি মিছিল আছে, যেটি দেশবন্ধু পার্ক থেকে শুরু হবে। এই মিছিল রাজা বীরেন্দ্র স্ট্রিট, করিয়াপুকুর, শ্যামবাজার, আরজিকর রোড, গৈরিবাড়ি পর্যন্ত এই মিছিল যাবে। সংশ্লিষ্ট রাস্তাগুলিতে এই সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও শহরে আজ, শুক্রবার আর কোনও বড় মিটিং-মিছিল নেই বলে জানান হয়েছে।

Maa Canteen Kolkata : পৌনে দু’কোটিকে দু’মুঠো দিয়েছে ‘মা’, প্রশাসনের হিসেবে প্রশ্ন বিজেপির
বৃষ্টির জন্য ভোগান্তি

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজকে সকাল থেকে শহরে কোনও বড় দুর্ঘটনার খবর নেই। শহরে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালের দিকে ট্রাফিক কিছুটা স্লো থাকলেও বেলা বাড়লে ট্রাফিকের চাপ বাড়তে পারে।

West Bengal Rain Forecast : জোড়া ঘূর্ণাবর্তের ফলায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি কবে?
জলমগ্ন রাস্তায় ট্রাফিক স্লো

এদিকে, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। ফলত, বৃষ্টির কারণে যান চলাচলের গতি কিছুটা স্লো থাকবে। শহরের একাধিক অংশে বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হওয়ার কারণে ট্রাফিকের গতি কিছুটা স্লো রয়েছে।

৩ জেলায় তুমুল দুর্যোগ! কী বলছে হাওয়া অফিস?

কলকাতা পুলিশের তরফে ট্রাফিক সিগন্যাল মেনে যাতায়াত করার নির্দেশ রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের নম্বর 91 33 2214-1048 +91 33 2250-5092 যোগাযোগ করে প্রতি মুহূর্তের ট্রাফিক আপডেট জেনে নেওয়া যাবে। এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ট্রাফিকের আপডেট দেওয়া হবে প্রতি মুহূর্তে। কলকাতা ট্রাফিক সিগন্যাল মেনে যাতায়াত করার জন্য কড়া নির্দেশিকা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *