Mamata Banerjee Spain : ‘ফুলে ফুলে ঢলে ঢলে..’, ফ্রান্সের রাজধানীতে পিয়ানোয় সুর তুললেন মমতা – mamata banerjee playing rabindra sangeet on a piano at her spain tour


স্পেনের মাটিতে রবীন্দ্র সংগীতের মূর্ছনা। পিয়ানোয় ‘ফুলে ফুলে, ঢলে ঢলে’র সুর বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে সুরেলা মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়নের অগ্রগতি এবং ফুটবল নিয়ে ম্যারাথন বৈঠকের পর হালকা মেজাজে এক পিয়ানো বাদকের বাদ্যযন্ত্রে সুর তুলতে দেখা গেল তাঁকে।

সুরের মূর্ছনায় মুখ্যমন্ত্রী

মাদ্রিদে মর্নিং ওয়াক করতে করতে একজনকে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র বাজাতে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এরপর তাঁর বাদ্যযন্ত্রে হাম হোঙ্গে কামিয়াব বা ‘আমরা করব জয়’ গানের সুর তোলেন তিনি। এরকম আরেক চিত্র ধরা পড়ল স্পেনে। এক পিয়ানো বাদকের যন্ত্রে রবীন্দ্র সংগীতের সুর তুললেন তিনি।

Mamata Banerjee Spain : লা লিগার সঙ্গেও মউ-ক্রিসমাসের মধ্যেই বাংলায় উৎপাদন শুরু স্পেনের টেক্সটাইল সংস্থাও, জানালেন মমতা
বিদেশ সফর

দুবাই থেকে স্পেন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের লা লিগা়র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের শীর্ষ কর্তারাও। সেখানে রাজ্যে ফুটবলের উন্নতি ঘটাতে একটি মউ চুক্তি স্বাক্ষর করা হয়। রাজ্যে লা লিগার উদ্যোগে একটি ফুটবল অ্যাকাডেমি করার প্রস্তাবও জানান তিনি।


বইমেলা নিয়েও বৈঠক

প্রসঙ্গত, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থিম দেশ ছিল স্পেন। মাদ্রিদে গিয়ে মাদ্রিদ বইমেলার সঙ্গে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একটি মউ চুক্তি স্বাক্ষর হয়। বইয়ের প্রচার, প্রসার, বিপণনের জন্য দুই দেশের তরফে যৌথ কমিটিও গঠন করা হবে বলে জানানো হয়। স্পেনের সাহিত্যের সঙ্গে বাংলার মেলবন্ধন ঘটাতে এটি একটি অভিনব প্রয়াস বলে মনে করছে গিল্ড।

মাদ্রিদেও নিয়মের কোনও নড়চড় নেই মমতার

শিল্পায়নের বার্তা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে জানিয়েছেন, টেক্সটাইল শিল্পের অন্যতম সংস্থা Tempe Grupo Inditex (Zara) রাজ্যে লগ্নি করতে আগ্রহী। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে উৎপাদন করার জন্য বেসরকারি সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব করছে। ২০২৩ সালের ক্রিসমাসের আগেই উৎপাদন শুরু করবে এই সংস্থা। তিনি আরও জানান, এই প্রকল্পের কথা মাথায় রেখে টেম্প এবং এর অংশীদারদের একটি পিইউ কারখানার জন্য সরকারের তরফ থেকে সহযোগিতা করা হবে।প্রায় ১০০ একর জমি দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *