Nadia News : শুভেন্দুর সভার জন্য ‘পার্টি ফান্ড’-এ টাকা চাই! না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত BJP – bjp leader of nadia tried to extort money from businessman, complaint lodged


শুভেন্দু অধিকারীর সভার জন্য দিতে হবে চাঁদা। না দেওয়ার কারণে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার নদিয়ার ফুলিয়াতে একটি সভা ছিল বিরোধী দলনেতার। আর সেই কারণে এই সভার জন্য বেশ কিছু ব্যবসায়ীর থেকে ‘পার্টি ফান্ড’-এর নামে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলে বেধড়ক মারধরের অভিযোগ এক ব্যবসায়ীকে। আক্রান্ত ব্যবাসীয়র নাম সুজন জোয়ারদার। এই ঘটনায় স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ব্যবসায়ীর তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Dakshin 24 Pargana News : চাকরির নামে ‘টাকা আত্মসাৎ’! তৃণমূল নেতাকে রাস্তায় কলার ধরে চড়াল মহিলা
নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আক্রান্ত ব্যবসায়ী ঘটনা প্রসঙ্গে বলেন, ‘বাঁশতলাপাড়ার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মন্ডল সভাপতি, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন আমার পথ আটকায়। পথ রুদ্ধ করে মোটা টাকার দাবি করা হয়। শুভেন্দু অধিকারীর সভার জন্য টাকা প্রয়োজন বলে জানানো হয়। আমি টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়াতে পারি। তবে পার্টি ফান্ডে কখনই টাকা দিতে পারব না।’ ব্যবসায়ী জানান, প্রথমে হাতে পরবর্তীতে ইট, বাঁশ এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানোর পর মাথার স্ক্যান করিয়ে গতকাল সন্ধ্যায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন।

OTT Platform : OTT অ্যাপে টাকা খোয়ানোর ঝুঁকি! ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটোয়ার ব্যবসায়ীর
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। প্রদীপ সরকার বলেন, ‘আমি রাজনীতি করি। দীর্ঘদিন ধরে সুজনের থেকে আমি টাকা পাব। আমি দেখি রাস্তায় দুজনের মধ্যে বচসা হচ্ছে। ঠেকাতে গিয়েছিলাম। পরে শুনলাম থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছেয। গতকাল কাউকে মারা হয়নি দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। আমি অন্য কোনও ব্যবসায়ীর থেকে টাকা তুলিনি।’

Jagat Prakash Nadda : এত্ত নালিশ! বাংলা থেকে চিঠির বোঝায় তিতিবিরক্ত নাড্ডা
বিজেপি এসসি মোর্চার নদিয়া জেলার সাধারণ সম্পাদক পিন্টু কর্মকার বলেন, ‘এটা তৃণমূল নয়, যে এখানে তোলবাজি হবে। শুভেন্দু অধিকারী এখানে কৃত্তিবাস পর্যবেক্ষণে আসছেন সেই অর্থে কোনও বড় প্রোগ্রাম এখানে হচ্ছে না। এটা ব্যক্তিগত বিষয়, কোনও রাজনৈতিক বিষয় নয়। তবে ব্যক্তিগত সমস্যা ব্যবসায়িক বিষয় রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে।’ অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তপন সরকার লেন, ‘ছোট হোক বা বড় যে কোনa প্রোগ্রামে ওরা যে টাকা খরচ হয়, বিজেপি তার দশগুণ বেশি টাকা তোলে।।ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য। আগামী দিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *