RG Kar Medical College : তৃতীয় দিনও অফিসে বাধা নতুন অধ্যক্ষকে, হাসপাতালের রোগী-পরিষেবাও ব্যাহত! – manas banerjee, the new director of rg kar medical college is not allowed to enter his office


এই সময়: আরজি করের অধ্যক্ষ পদ থেকে মঙ্গলবারই অব্যাহতি দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। ওই দিনই তাঁর ছেড়ে যাওয়া পদে দায়িত্ব বুঝে নিয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়। কিন্তু থামছে না চাপানউতোর। এক দিকে চলছে সন্দীপের সমর্থক ডাক্তারি পড়ুয়া এবং মানসের সমর্থক ডাক্তারি পড়ুয়াদের মধ্যে বিবাদ। অন্য দিকে, সন্দীপ-সমর্থকদের বিক্ষোভে বৃহস্পতিবারও নিজের অফিসে ঢুকতে পারলেন না নতুন অধ্যক্ষ। ইতিমধ্যে আবার সন্দীপ-সমর্থকদের একাংশের বিরুদ্ধে নবীন ডাক্তারি পড়ুায়ারা র‍্যাগিংয়ের অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় মামলা করেছেন।

RG Kar Medical College : যাদবপুরের পর এবার আরজি কর, হস্টেলের প্রাক্তন আবাসিকের নামে র‍্যাগিং-এর অভিযোগ
পুলিশ র‍্যাগিংয়ের ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এ সবের মধ্যে নতুন অধ্যক্ষ সরকারি ভাবে কাজে যোদ দিয়েও অফিসে ঢুকতে না পারায় সার্বিক ভাবে আরজি করের ক্ষতি হচ্ছে দাবি করে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন নবীন পড়ুয়াদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘স্যর (মানস বন্দ্যোপাধ্যায়) যাতে স্বাভাবিক ভাবে কাজ করতে পারেন, সেটাই চাইছি আমরা। উনি অধ্যক্ষের ঘরে ঢুকতে না পারায় আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। হাসপাতালের রোগী-পরিষেবাও ব্যাহত হচ্ছে।’

RG Kar Medical College : আর এক দফা জলঘোলাই সার, সরলেন সেই অধ্যক্ষ
এ দিন বিকেলে আরজি করের অ্যাকাডেমিক ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সংগ্রাম পরিয়া ও আশিক-এ-হাবিবুল্লা। বৈঠকে তাঁদের বক্তব্য, ‘সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন স্বৈরাচার চালিয়েছেন। যে কাউকে ফেল করিয়েছেন। এখন তাঁর মদতপুষ্ট পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররাই আমাদের উপরে চাপ তৈরি করছেন। এমনকী মানসবাবুকেও ওঁরা অফিসে ঢুকতে দিচ্ছেন না।’

Jadavpur University Ragging : ছাত্র মৃত্যুর ঘটনার ১ মাস পার, সেই তিমিরে যাদবপুর
লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার রাতে এপিসি রোডের বয়েজ় হস্টেলে জুনিয়রদের উপরে মাঝরাতে যে হামলা হয়, তার তদন্তে হস্টেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সময়ে উপস্থিত কয়েক জন পড়ুয়ার সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারীরা। ওই পড়ুয়ারা জানিয়েছেন, ঘরে আটকে রাখার পাশাপাশি আগামী দিনে নতুন অধ্যক্ষের অনুষ্ঠানে যেতে বারণ করা হয়েছে তাঁদের। গেলে ফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনার একটি ভিডিয়োও হাতে এসেছে পুলিশের। যা দেখে কয়েক জনকে চিহ্নিত করা গিয়েছে। লালবাজারের এক কর্তা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েক জনকে ডাকা হবে।’ হস্টেলের নিরাপত্তা বাড়াতেও কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে লালবাজার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *