Smart School : স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স সিস্টেম থেকে অডিও-ভিজ্যুয়াল ক্লাস, সুন্দরবনের প্রত্যন্ত স্কুলেও ডিজিটাল টাচ – biometric attendance system with audio visual classroom initiated as a smart school in sundarban


স্কুলে স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স সিস্টেম। রয়েছে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা। কলকাতার কোনও নামী বেসরকারি স্কুলের কথা হচ্ছে না। সুন্দরবনে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। স্কুলের সাজসজ্জা, আধুনিক পরিকাঠামো গুনে গুনে কয়েক গোল দিতে পারে শহরের নামী স্কুলকেও।

Sundarban Ferry Service : সুন্দরবনে ইলেকট্রিক ভেসেলের যাত্রা শুরু! খরচ অনেক কম, আর কী কী সুবিধা?
কোথায় এই স্কুল?

যেখানে আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলো পড়ুয়ার অভাবে বন্ধ হতে বসেছে, সেখানে বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো। আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে যে কোনও বেসরকারি হাইটেক স্কুলকেও। আর এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগেই।

Sundarban News : সোনার দেবীমূর্তি বিক্রির নামে সুন্দরবনে প্রতারণার ফাঁদ, অস্ত্র সহ ধৃত লুঠেরা গ্যাংয়ের পাণ্ডা
কী ব্যবস্থা রয়েছে?

সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম। স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয় পত্র। আর প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয় পত্র স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স মেশিনের সামনে ধরলেই স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন একদিকে স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে। তেমনি ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাঁদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে।

Sundarban Tour : সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন? ঝড়খালি পার্কে থাকছে বিশেষ আকর্ষণ
আর কী ব্যবস্থা রয়েছে?

স্কুল ছুটির সময়ও ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের। তখনও একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছবে যে স্কুল ছুটি হয়েছে। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে। ইতিমধ্যেই স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম। অডিও ভিজ্যুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলে মেয়েদের পড়ানোর ব্যবস্থা রয়েছে।

স্কুলে সচেতনতার বার্তা

স্কুলের সমস্ত দেওয়াল, কংক্রিটের স্তম্ভগুলিকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়কে ফুটিয়ে তুলে। ১৫ই অগাস্ট, ২৬শে জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানা ছড়া, মনিষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। এছাড়াও স্কুলে রয়েছে ভেষজ উদ্যান, আমার দোকান, মনের কথা বক্স-সহ আরও অনেক কিছু।

খুদে শিক্ষক সৌরভের পাঠশালা!

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য?

স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি জানান, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। বাবা-মায়েরা চিন্তায় থাকেন। সে কারণে এরকম আধুনিক অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী। এই প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা যাতে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্যেই এই প্রচেষ্টা বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *