হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা আবু তাহের


কিরণ  মান্না: ভোট পরবর্তী হিংসার নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই ভোট পরবর্তী হিংসার একটি মামলায় হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের। শনিবার দুপুরে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেন তাহের। বিচারক তাঁকে ৩ দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

আরও পড়ুন-স্পেন সফরে রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামে মমতা, ঘুরে দেখলেন বিশ্ববিখ্যাত ক্লাবের ট্রফিরুম

২০২১ সালের বিধানসভা ভোটের পর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় নাম জড়ায় আবু তাহেরের। চিল্লাগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির হত্যা-মামলা সহ একাধিক ঘটনায় তাঁর নাম উঠে আসে। বিরোধীদের সেই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছিলেন আবু তাহের। এনিয়ে সিপিআইএয়ের চাপও বাড়ছিল তার উপরে। সূত্রের খবর বেশকিছুদিন তিনি বেপাত্তাও ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর এনিয়ে ফের শুনানি হবে হলদিয়া মহকুমা আদালতে।

ওই আত্মর্পণ নিয়ে আবু তাহেরের ছেলে সেখ ওয়াসিম আহমেদ বলেন, মিথ্য মামলায় ফাঁসানো হয়েছে। তৃতীয় চার্জশিটে নামটা জোড়া হয়েছে। প্রথম দিকে নাম ছিল না। রাজনৈতিক উদ্দশ্যেই এমনটা করা হয়েছে। আমরা আইনের লড়াই লড়ে যাচ্ছি। আশাকরি সুবিচার পাব।

আবু তাহেরের আইনজীবী সেখ আনসুর আলম বলেন, সেখ সুফিযানকেও বিজেপি কর্মী খুনের ঘটনায় ডেকেছিল। সুফিয়ানের হয়ে আইনি লড়াই লড়েছিলাম। পরবর্তীতে ওই মামলায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়। বহুদিন তারা পুলিস হেফাজতে ছিলেন। পরে সুফিয়ান জামিন পান। ওই মামলায় তাহেরের নামও ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবার আবু তাহের আদালতে আত্মসমর্পণ করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *