Aadhaar Card Fraud News : আঙুলের ছাপ ক্লোন করে প্রতারণা! এবার আধার বায়োমেট্রিক প্রতারণার শিকার টলি অভিনেত্রী – actress mousumi sanyal dasgupta face aadhaar biometric scam how to save your bank account


রায়গঞ্জ, মুর্শিদাবাদের পর এবার খাস কলকাতা, এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন কলকাতার নামী অভিনেত্রী। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার অভিযোগ সামনে এসেছিল। এবার প্রতারণার শিকার হলেন অভিনেত্রী মৌসুমী সান্যাল দাশগুপ্ত।

ঠিক কী ঘটেছে?
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমার ৬ সেপ্টেম্বর মোবাইলে একটি মেসেজ আসে। সেখানে টাকা ওঠার বিষয়টি দেখতে পাই। আমি আলাদা করে কোনও লিঙ্ক পাইনি বা আমার কাছে কোনও OTP আসেনি। আমি প্রথমেই দেখি আমার কাছে এটিএম কার্ড রয়েছে কিনা। দেখি সব ঠিক ঠাক রয়েছে। এরপর বুঝতে পারি ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে প্রতারকরা আধার কার্ড থেকে টাকা তুলে নিয়েছে।”

Cyber Crime : এবার আধারের বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকাউন্টে হানা, হ্যাকারদের শিকার দুর্গাপুরের ব্যবসায়ী
গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখাও সরকারের দায়িত্ব, এই মর্মে ফুঁসে ওঠেন অভিনেত্রী। এক্ষেত্রে প্রতারিতরা আধার এনেবলড পেমেন্ট সিস্টেমকেই দায়ী করছেন। কী এই সিস্টেম?

এক্ষেত্রে কারও কাছে যদি ATM কার্ড না থাকে সেক্ষেত্রে এইপিএস পেমেন্ট সম্ভব এই রকম কোনও সেন্টারে গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও গ্রাহক টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে শুধু ফিঙ্গার প্রিন্ট প্রয়োজন হয়।

Cyber Crime : সিপিএম নেতার অ্যাকাউন্টে হানা, হাতিয়ার সেই আধার বায়োমেট্রিক
অভিযোগ এই ফিঙ্গার প্রিন্টই চুরি হয়ে যাচ্ছে। এর আগে রায়গঞ্জের এক শিক্ষক এই ভাবে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। কোনও অনলাইন টাকা আদান প্রদান না করেও তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি কাঁথির এক ব্যক্তিও একই অভিযোগ তুলেছিলেন। এরই মধ্যে অভিনেত্রীও জালিয়াতির শিকার হওয়ায় শোরগোল বাড়ছে।

কী বলছেন বিশেষজ্ঞরা?
স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে ব্যাঙ্ক অত্যন্ত সুরক্ষিত জায়গা। সেখান থেকেও টাকা প্রতারণার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী ভাবে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব?

Cyber Fraud News : লক খুলে টাকা লুট, ভরসার আধারই হাতিয়ার জালিয়াতের
এই প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞদের একাংশ বলছে, এক্ষেত্রে এমআধার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপর বায়োমেট্রিক অথেনটিকেশনে গিয়ে লক করা সম্ভব হবে। পরে যদি তা অন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তা ডিজিটালি সম্ভব।

পাশাপাশি ক্রেডিট এবং ডেবিট কার্ডের ইন্টারন্যাশানাল আদান প্রদান বন্ধ রাখাও কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কে বা কারা এই ঘটনাগুলির নেপথ্যে রয়েছে তাদের অবিলম্বে খুঁজে বার করার দাবি করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *