Anubrata Mondal News: গোষ্ঠীদ্বন্দ্বে একঘরে অনুব্রত অনুগামী! পদত্যাগ পত্র জমা খয়রাশোলের ব্লক সভাপতির – one more block president submit resignation letter due to tmc group clash


TMC Group Clash: বীরভূমে তৃণমূল শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আবারও উদ্বেগ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পদত্যাগ আরও এক অনুব্রত ঘনিষ্ঠর। জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার তৃণমূলের কোর কমিটিকে পদত্যাগ পত্র জমা দিলেন খয়রাশোল এর ব্লক সভাপতি। উল্লেখ্য, গ্রেফতারির ঠিক আগেই তাঁকে দায়িত্বে এনেছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার পদত্যাগ করতে চেয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিকে চিঠি দিলেন দুবরাজপুর বিধানসভার খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে খয়রাশোলের ব্লক সভাপতি করেছিলেন এই কাঞ্চন অধিকারীকে। তিনি অনুব্রত ঘনিষ্ঠ ও অনুগামী বলেই পরিচিত। কিন্তু অনুব্রতর গ্রেফতারির পর বিপুল পরিবর্তন আসে বীরভূমের রাজনীতিতে।

Anubrata Mondal News: কেষ্ট ছোঁয়া এড়াচ্ছে তৃণমূল? পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের দিনে ব্রাত্য ‘দাদা’-র ছায়াসঙ্গী বিকাশ
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে খয়রাশলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকেই এই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত। জানা গিয়েছে, পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর সুদীপ্ত ঘোষ খয়রাশোল এলাকার সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই তার অনুগামী হন ওই এলাকার অঞ্চল সভাপতিরা। তারপর অঞ্চল সভাপতিদের সঙ্গেও আস্তে আস্তে দূরত্ব বাড়তে শুরু করে এই কাঞ্চন অধিকারীর। যদিও সূত্রের খবর, কাঞ্চন অধিকারী কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ঘনিষ্ঠ । এরপর একাধিকবার তাঁকেও জেলার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফেসবুকে পোস্ট করতেও দেখা যায়।

Birbhum News : ‘বিজেপি ভাল দল…আমার অসুবিধে নেই!’ বীরভূমের কাজল শেখের মন্তব্যে তোলপাড়
প্রসঙ্গত, এই ব্লক সভাপতি বিরোধী অঞ্চল সভাপতিদের মুখ হচ্ছেন কেদার। বর্তমানে এই কেদার গোষ্ঠীর সঙ্গেই কাঞ্চন অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। আর তার জেরেই পদত্যাগ করতে চেয়ে কোর কমিটিকে চিঠি দিলেন কাঞ্চন অধিকারী। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। আগামী যে কোর কমিটির বৈঠক হবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে বলেও জানিয়েছেন তিনি।
Kajal Sheikh tmc : ‘আমি মৌলবাদের বিরুদ্ধে…’, ‘বিজেপি ভালো’ মন্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কাজল
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের ছোঁয়াট এড়াতে চাইছে তৃণমূল। কয়েকদিন আগেই গঠিত হওয়া বীরভূম জেলার জেলা পরিষদের স্থায়ী সমিতিতে জায়গা পাননি অনুব্রত ঘনিষ্ঠ জেলার প্রাক্তন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। কর্মাধ্যক্ষদের তালিকা থেকেও অনুব্রত গোষ্ঠীর অর্থাৎ অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত অধিকাংশ নাম বাদ যাওয়ার সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *