Football Championship: জাতীয় স্তরে ফুটবল চ্যাম্পিয়নশিপে ভালো ফল বাংলার, দুরন্ত পারফরমেন্স মহিষাদলের দুই কন্যার – west bengal wins national level sub junior football championship mahishadal two girls are part of team good news


জাতীয় স্তরের সাব জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করল মহিষাদলের দুই কন্যা অঙ্কিতা বোধক ও পাপিয়া হাইত । জাতীয় স্তরের সাব জুনিয়রে সফল তাঁরা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়খন্ড। যদিও প্রতিযোগিতায় রানার্সের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব ১৪ এর ফুটবল বাহিনী।

দুর্দান্ত পারফর্ম করে এগিয়েছে পশ্চিমবঙ্গের অনুর্ধ্ব ১৪ মহিলা ফুটবল টিম। তারা প্রথম ম্যাচে মহারাষ্ট্রকে ২-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডে হরিয়ানাকে ১-০ গোলে পরাজিত করে।সেমি ফাইনালে অরুণাচল প্রদেশকে ৫-১ গোলে পরাজিত করে।এই দুর্দান্ত পারফর্ম পর ফাইনালে ঝাড়খন্ড চ্যাম্পিয়ান হয় এবং রানার আপ হয় পশ্চিমবঙ্গের অনুর্ধ্ব১৪ মহিলা টিম।

Mamata Banerjee and La Liga : ‘জমি নিয়ে সমস্যা হবে না, মেসি-রোনাল্ডো তৈরি করুন’ লা লিগার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর মমতার

পশ্চিমবঙ্গ অনুর্ধ্ব ১৪ টিমে জায়গায় করে নিয়েছে মহিষাদল স্পোর্টস এন্ড কালচারাল সেন্টারের (NSCC) মহিলা ফুটবল ক্যাম্পের দুই উদীয়মান ফুটবলার অঙ্কিতা বোধক ও পাপিয়া হাইত।এই জয়ে খুশির হাওয়া মহিষাদল জুড়ে । মহিষাদলের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দুই মেয়ে খেলতে যাচ্ছে ভিন‌ রাজ্যে। এটা এক স্বপ্নের মতো তাদের পরিবারের কাছে।

মহিষাদল স্পোর্টস এন্ড কালচারাল সেন্টারের দুই কোচ সুদর্শন পন্ডা ও লক্ষীকান্ত জানা জানান, ‘দুজন মেয়েই খুব পরিশ্রমী। খুব অল্প দিনে নিজেদেরকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার মতো করে তৈরি করেছে। ওদের আগামী দিন আরও উজ্জ্বল ও প্রশমিত হোক এই কামনা করি।’
মহিষাদল রাজ ময়দানে বহু ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়ে থাকে। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই প্রশিক্ষণ নিচ্ছে ছেলে মেয়েরা।
Sorasori Mukhyamantri : চাকরির নামে ১৯ লাখ টাকা প্রতারণা, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে জানিয়ে সুরাহা

স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে মহিষাদলে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা যায়। চেষ্টা চলছে। ইতিমধ্যে রাজ্য সরকারের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন। এখন দেখার কবে গড়ে ওঠে মহিষাদলে ফুটবল প্রশিক্ষণের উপযুক্ত পরিবেশ। অঙ্কিতা ও পাপিয়ার মতো অনেকেই এই মাঠ থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। শুধু ফুটবল নয়,ক্রিকেট ও অ্যাথলেটিক্সেও বহু ছেলে মেয়ে জেলা, রাজ্যের মুখ উজ্জ্বল করে চলেছে।

Lionel Messi in Kolkata : আবারও কলকাতায় আসছেন লিও মেসি? দাবি কুণাল ঘোষের
উল্লেখ্য, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে এই মুহূর্তে স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লা-লিগার সঙ্গে সফল বৈঠকের পর এরাজ্যে ফুটবলে বড় বিনিয়োগ আসতে চলেছে। লা লিগা কর্তৃপক্ষ বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে বলে জানা গিয়েছে। স্পেনের দ্বিতীয় দিনই বিশ্ব বিখ্যাত এই ক্লাবের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। সেখানে তাঁর সঙ্গী হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *