Ganesh Chaturthi 2023 : গণেশ পুজোর আয়োজনে এগিয়ে বাঁকুড়া, গণপতির আশীর্বাদে পসার জমছে মৃৎ শিল্পীদের – ganesh chaturthi puja at bankura helps pottery artists for better income


বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে মানা হয় সিদ্ধিদাতা গণেশকে। বাঁকুড়া শহরে শিব ও পার্বতী পুত্রের পুজোর সংখ্যা ক্রমবর্দ্ধমান বিগত কয়েক বছরে। দুর্গাপুজোর আগেই গণপতির পুজোকে কেন্দ্র করে স্থানীয় মৃৎশিল্পীদের বাড়তি কিছু রোজগারের সংস্থান তৈরি হয়েছে। লক্ষ্মী লাভের আশায় মুখে হাসি মৃৎশিল্পীদের।

Ganesh Chaturthi 2023 : বিশ্ববাসীর মুখে এবার ‘গণপতি বাপ্পা মোরিয়া’! আন্তর্জাতিক উৎসবের তালিকায় গণেশ চতুর্থী
গণেশ পুজোর আয়োজন

মূলত, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গজাননের বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। অনেকের বিশ্বাস, বছরের এই বিশেষ দিনে গণেশ তাঁর ভক্তদের সমস্ত মনোস্কামনা পূরণ করেন। ভক্তদের আরাধনায় মর্ত্যে অবতীর্ণ হন। আর সেই বিশ্বাস থেকেই হয় গণেশ পুজো। বাঁকুড়ার প্রান্তিক শহরেও গণেশ পুজোর চল বাড়তে শুরু করেছে বেশ কয়েক বছর যাবৎ। ছোট বড় ব্যবসায়ীরা মেতে ওঠেন গণপতি বাপ্পার আরাধনায়। গত কয়েক বছরের তুলনায় গণেশ মূর্তির বায়না আসছে বেশি বলেই জানালেন শিল্পীরা।

Ganesh Chaturthi 2023 Upay: গণেশ পুজোয় বর্জিত এই জিনিসগুলি, না-মানলে আপনার ভুল ক্ষমা করবেন না গণপতি
কী বলছেন মৃৎ শিল্পীরা?

বাঁকুড়া শহরের এক মৃৎ শিল্পীর বাড়িতে গিয়ে দেখা গেল, সার সার দিয়ে রাখা সুদৃশ্য কারুকাজ সমৃদ্ধ গণেশের মূর্তি। আপন খেয়ালে মূর্তি তৈরি করে চলেছেন তিনি। হাতে আর মাত্র কয়েক দিন। ফলে দম ফেলার ফুরসৎ নেই তাঁর। কর্মব্যস্ততা দেখেই বোঝা যায় হাতে ভালো বায়না রয়েছে তাঁর।
প্রতিমা তৈরির ফাঁকেই শিল্পী শ্যামসুন্দর চন্দ বলেন, আমাদের বাঁকুড়া শহরে আগে সেভাবে গণেশ পুজোর প্রচলন ছিল না। প্রতি বছর পুজোর সংখ্যা বাড়ছে। চলতি বছরে তিনি নিজেই ২০ টির মতো মূর্তি গড়ার ‘অর্ডার’ নিয়েছেন। সময়ের অভাবে শেষ মুহূর্তে আসা ‘অর্ডার’ গুলি নেওয়া যায়নি। একই সঙ্গে গণেশ পুজো কেন্দ্র করে বাঁকুড়া ‘মিনি মহারাষ্ট্র’ হতে চলেছে বলে তিনি মনে করছেন।

Ganesh Chaturthi-2023 : প্রায় ইসরোর সৌর অভিযানের খরচের সমান, গণেশ পুজোর বিমার অঙ্ক ৩৬০ কোটি টাকা
স্থানীয়রা কী জানাচ্ছেন?

শহরবাসী সায়ন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঁকুড়া শহরে ব্যবসার পরিধি বাড়ছে, ফলে সিদ্ধিতার গণেশের পূজোর প্রতি মানুষের ঝোঁক বাড়ছে বলে তিনি মনে করছেন বলে জানান।’ আরেক স্থানীয় বাসিন্দার কথায়, গণেশ পুজো প্রচলন ছিল অনেক আগে থেকেই। তবে ছোট বড় অনেক ব্যবসায়ীর গণপতির আরাধনায় মেতেছেন বেশ কয়েক বছর। সে কারণে আগের তুলনায় পুজোর সংখ্যা অনেকটা বেড়েছে।

গণেশের সারি, গণেশ চতুর্থীর আগে ব্যস্ত কুমোরটুলি

গণেশ চতুর্থী

আগামী মঙ্গলবার গণেশ বন্দনায় মাতবে গোটা দেশ। মহারাষ্ট্রে এবার দশ দিন ব্যাপী বিশাল পুজোর আয়োজন কর হতে চলেছে। এ বছর রাজ্যের জনপ্রিয় উৎসবকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। দেশি বিদেশি পর্যটকদের মহারাষ্ট্রের ৪ টি শহরে ঘুরিয়ে দেখানো হবে পুজোর আয়োজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *