Jadavpur University : যাদবপুরে মিনিটসে কারচুপির অভিযোগ – allegations of rigging of minutes in jadavpur university


এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস নিয়ে কারচুপির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষকরাও এর বিরুদ্ধে ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে অভিযোগ জানিয়েছেন। পড়ুয়ারা সরাসরি অভিযোগ করছেন, যে বিষয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটিতে আলোচনাই হয়নি, সেই বিষয়টিকে কমিটির কার্যবিবরণীতে নথিভুক্ত করার চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। দু’পক্ষের চাপের মুখে অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই মিনিটস ‘প্রস্তাবিত’। কোনও কিছু চূড়ান্ত হয়নি।

ঠিক কী অভিযোগ?

ছাত্রমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর গত ২১ অগস্ট বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন রাজ্যপাল নিযুক্ত ভারপ্রাপ্ত ভিসি বুদ্ধদেব। সেই দিনই ক্যাম্পাসে অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্য, অধ্যাপক এবং বিভাগীয় প্রধানদের নিয়ে একটি বৈঠক ডাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং হস্টেলে একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কিন্তু বৈঠকে উপস্থিত সিংহভাগ প্রতিনিধিরই অভিযোগ, ক্যাম্পাস এবং হস্টেলে এক্স সার্ভিসম্যান বা প্রাক্তন সেনা অফিসার নিয়োগ করা, ক্যাম্পাসে নিরাপত্তা আধিকারিক হিসেবে ওএসডি নিয়োগ করার বিষয় নিয়ে যথাযথ ভাবে আলোচনা হয়নি।

Jadavpur University Ragging : ছাত্র মৃত্যুর ঘটনার ১ মাস পার, সেই তিমিরে যাদবপুর
কিন্তু ওই বৈঠকের যে মিনিটস প্রকাশিত হয়, তাতে দেখা যাচ্ছে প্রাক্তন সেনা অফিসার নিয়োগ এবং ওএসডি নিয়োগের বিষয়টিকে ‘রেজিলিউশন’-এ চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে উপস্থিত প্রায় ১৫ জন শিক্ষক শুক্রবার চিঠি দিয়ে উপাচার্যকে বলেছেন, এই আলোচনা যথাযথ ভাবে হয়নি। দু’এক জনের প্রস্তাবের প্রেক্ষিতে বাকি অন্যরা নিজেদের আপত্তির কথা বলেছিলেন। তা চূড়ান্ত করা না হলেও কার্যবিবরণীতে তা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঠাঁই পেল কীভাবে?

কলা শাখার ছাত্র সংসদ আফসুর দাবি, উপাচার্যের নেতৃত্বে কার্যবিবরণি কারচুপি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ছাত্র সংসদ এবং সংগঠন এই কারচুপির অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব। বাংলার শিক্ষক রাজ্যেশ্বর সিনহার কথায়, ‘যাঁরা বৈঠকে উপস্থিত ছিলাম তাদের কথা যথাযথ ভাবে এই কার্যবিবরণিতে প্রতিফলিত হয়নি। কার্যবিবরণি প্রকাশ করার আগে বৈঠকে উপস্থিত শিক্ষক ও বাকি প্রতিনিধিদের দেখিয়ে নেওয়াও হয়নি। ফলে ক্যাম্পাসে যথেষ্ট বিভ্রান্তি ছড়িয়েছে।’

Jadavpur University : বাধা দেওয়া হচ্ছে কাজে: ৩ সপ্তাহেই সরব উপাচার্য, যাদবপুরে নিশানায় কিছু ছাত্র-শিক্ষক
প্রায় একই সুর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়েরও। অবশ্য কর্তৃপক্ষ তড়িঘড়ি এই বিষয়টি নিয়ে আলাদা একটি নোটিস প্রকাশ করেছে। শুক্রবার ভারপ্রাপ্ত ভিসি সংবাদমাধ্যমকে বলেন, ‘এরপর থেকে কার্যবিবরণী লেখার জন্য কড়া নজর রাখা হবে। রেজিস্টার খাতায় তা লেখা হবে। প্রকাশের আগে বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের তা দেখানো হবে এবং দিনের দিন কার্যবিবরণি লেখা হবে।’

Jadavpur University Student Death : যাদবপুরে ছাত্র মৃত্যু, একমাস পর পকসো ধারা ১২ জনের বিরুদ্ধে
এ দিন নবগঠিত অ্যান্টি র‍্যাগিং সেলের বৈঠকও হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট পড়ে ফিডব্যাক দেওয়ার জন্য কিছুটা সময় সদস্যদের দেওয়া হয়েছে। তা অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের কাছেও জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা যথাযথ ভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, হস্টেলে ও ক্যাম্পাসে দ্রুত সিসিটিভি বসানো হবে, অ্যান্টি র‍্যাগিং কমিটি ও স্কোয়াড ঘনঘন বৈঠক, আচমকা হস্টেলে ও ক্যাম্পাসে ভিজিট করবেন সুলভ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *