কোথায় এমন অভিযোগ?
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর পশ্চিম গঙ্গাধরপুর বউবাজার এলাকা। ওই এলাকায় প্রায় ১৫ হাজার মতুয়া সম্প্রদায় ও মৎস্যজীবী মানুষ বাস করেন। যাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত বলেই অভিযোগ। শনিবার নিজেদের ভোটাধিকারের দাবিতে এলাকায় একটি প্রতিবাদ মিছিলে শামিল হল শতাধিক মতুয়া সম্প্রদায় এবং মৎস্যজীবী মানুষজন।
কী অভিযোগ করেছেন গ্রামবাসীরা?
তাঁদের অভিযোগ, বিগত প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে ওই এলাকায় তাঁরা পরিবার নিয়ে বসবাস করছেন। তাঁদের রয়েছে আধার কার্ড। রাজ্য সরকারের রেশন কার্ড। এমনকি, সকল পরিবারের মানুষজন পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড-এর সুবিধা, বাড়ির মহিলারা পাচ্ছেন লক্ষী ভাণ্ডারের অর্থও। তবুও এই এলাকার প্রায় ১৫ হাজারের ওপরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে।
সুরাহা মেলেনি দীর্ঘদিন
তাঁদের অভিযোগ, বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দফতরে জানিয়েও কোনওভাবেই তাঁরা নিজেদের ভোটার কার্ড করতে পারছেন না। এমনকি, তাঁদের আরও অভিযোগ ভোটার কার্ড করে দেওয়ার জন্য এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তাঁদের কাছ থেকে হাজার হাজার টাকা দাবি করছেন।
অসুবিধায় পড়ছেন গ্রামবাসীরা
ভোটার কার্ড না থাকার জন্য বাড়ির শিশুদের স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় তাঁদের। নিজেদের ভোটার কার্ডের দাবিতে সে কারণে এদিন একটি প্রতিবাদ মিছিল করেন তাঁরা। পাশাপাশি তাঁরা যাতে নাগরিকত্ব পান, তাঁর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন এখানকার মানুষজন। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ সভাধিপতি শ্রীকান্ত মালি জানান, এদের নথি সংক্রান্ত সমস্যা আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে এখনও ভোটার কার্ড পায়নি। যাতে ভোটার কার্ড দ্রুত ওঁরা পেয়ে যান, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে, আদতে তাঁরা কবে ভোটাধিকার প্রাপ্ত হবেন সেই নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন কয়েক হাজার পরিবারের সদস্যরা।