জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ সালের পর ২০২৩। অষ্টমবার এশিয়া কাপের (Asia Cup 2023) শিরোপা উঠল ভারতের মাথায়। সৌজন্যে একটাই নাম- মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৯ বছরের ডান হাতি পেসারের আগুনে স্পেলে পুড়ে ছারখার হয়ে গেল দ্বীপরাষ্ট্র। দাসুন শনাকাদের (Dasun Shanaka) কাপ জয়ের স্বপ্নে রবিবার একাই জল ঢেলে দিলেন ভারতের তারকা পেসার। এদিন রোহিত শর্মা (Rohit Sharma) তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে দুই ফরম্যাট মিলিয়ে দু’বার এশিয়া কাপ জেতার ইতিহাস লিখতে পারেন। অতীতে এমএস ধোনি (২০১২, ২০১৬) ও মহম্মদ আজহারউদ্দিন (১৯৯১, ১৯৯৫) এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। পাঁচ বছর আগে তাঁর হাত ধরেই ভারত হয়েছিল এশিয়ার সেরা দল। ভারত অবশেষে দেখল ট্রফির মুখ। বিশ্বকাপের আগে দারুণ ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: Mohammed Siraj | Asia Cup 2023 Final: সিকন্দর সিরাজ! ৫০ রানে শেষ শ্রীলঙ্কা
এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ইতিহাস লিখে নায়ক হয়ে গেলেন হায়দরাবাদের বাসিন্দা। শ্রীলঙ্কা এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরাজের ছয় উইকেটের দাপটে দাসুন অ্যান্ড কোং গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। ভারতের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফরম্যাটে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এদিন পুরো ১৬ ওভারও খেলতে পারল না গতবারের চ্যাম্পিয়ন দল। তার আগেই সব শেষ হয়ে গেল। এশিয়া কাপের সর্বনিম্ন রান তাড়া করতে নেমেছিলেন ঈশান কিশান (২৩) ও শুভমন গিল (২৭)। ১০ উইকেটে তাঁরা ম্যাচ বার করে নেন মাত্র ৬.১ ওভারে। বলের বিচারে (২৬৩ বল হাতে রেখে) রান তাড়া করতে নেমে ভারতের সবচেয়ে বড় জয় এল এদিন।
এদিন সিরাজের নিঁখুত লাইন-লেন্থ ও সুইংয়ের মিশেলে হামাগুড়ি দিয়েছে শ্রীলঙ্কার টপ থেকে মিডল অর্ডার। পাথুম নিশঙ্কা (২), সাদিরা সামারাউইকরামা (০), চরিথ আশালঙ্কা (০), ধনঞ্জয় ডি সিলভা (৪) ও দাসুন শনাকারা (০) সিরাজের শিকার হয়েছেন। তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এক উইকেট জসপ্রীত বুমরার। সিরাজ চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করে ফেললেন।
সিরাজই প্রথম ভারতীয় যিনি চার উইকেট নিলেন এক ওভারে। এর পাশাপাশি সিরাজ দ্রুততম বোলার হিসেবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৫ উইকেট নিলেন। তাঁর লাগল মাত্র ১৬টি বল। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি চামিণ্ডা ভাসের। সিরাজ প্রথম ভারতীয় বোলার হিসেবে এশিয়া কাপের ফাইনালে নিলেন ৫ উইকেট। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে নিলেন ছয় উইকেট। কুম্বলে ১৯৯৩ সালে সিএবি জুবিলি টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়েছিলেন ছয় উইকেট।
আরও পড়ুন: WATCH: ‘এভাবে হবে না’, শুভমনের উপর চরম বিরক্ত রোহিত! ফাঁস হয়ে গেল ভিডিয়ো