Dilip Ghosh News : ‘বাড়ানো উচিত, তবে…’, বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কী বললেন দিলীপ? – dilip ghosh criticises mla salary hike decision taken by west bengal government


MLA Salary বৃদ্ধির ঘোষণার প্রতিবাদ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP। বর্ধিত বেতন বিজেপি বিধায়করা গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিধায়কদের বেতন বাড়ানো উচিত বলে মনে করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Sourav Ganguly Dilip Ghosh : ‘ইশ্বরের কাছে প্রার্থনা করি…’, মেদিনীপুরে স্টিল প্ল্যান্ট নিয়ে ‘মেগা ঘোষণা’-র পরেই সৌরভ বন্দনা দিলীপের
কী বললেন দিলীপ?

দিলীপ জানান, বিধায়কদের বেতন বাড়ানো উচিত, তবে আগে DA নিয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা আগে মেটানো উচিত। তিনি বলেন, ‘ আমি যখন বিধায়ক ছিলাম ২২ হাজার টাকা পেতাম। যেতে আসতে পেট্রোলেই খরচা হয়ে যেত। বাড়িয়ে দিয়েছেন ভালো কথা। তবে আমাদের পার্টি বিরোধিতা করেছে…যাঁরা তোমাদের চাকরি করে মানুষকে পরিষেবা দিচ্ছে তাঁদের DA আগে বাড়াও।’

India Name Change : ‘ইন্ডিয়া পালটে ভারত হবে, যার পছন্দ হবে না বাইরে যাবে!’ কড়া হুঁশিয়ারি দিলীপের
আর কী জানালেন দিলীপ?

তাঁর দাবি, আগে DA আন্দোলনকারীদের বকেয়া মেটাতে হবে। DA আন্দোলন নিয়ে ফের সরব দিলীপ ঘোষ। খড়গপুরের প্রেম বাজারে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। দিদিমণি আপনি পাকিস্তান , শ্রীলঙ্কা লাইনে যাচ্ছেন কিছু হবে না। দিদির সাথে আর ফটো তোলার লোক কম তার থেকে আমার সঙ্গে লোক বেশি দাবি দিলীপ ঘোষের।

Sukanta Majumdar on Saurav Ganguly : ‘…স্পেনে ঘোষণা কেন?’দিলীপের উলটো হেঁটে ‘দাদা’ সৌরভকে কটাক্ষ সুকান্তর?
বিধায়কদের বেতন বৃদ্ধি

গত ৭ সেপ্টেম্বর বিধানসভায় রাজ্যের বিধায়কদের বর্ধিত বেতনের কথা ঘোষণা করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, বিধায়কদের বেতন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। এছাড়া এ রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন প্রতি মাসে ১০ হাজার ৯০০ টাকা করে। এবার তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা করে।

‘ঢপবাজি রাজনীতির চক্করে যেন না পড়েন সৌরভ’

বিজেপির দাবি

বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করেন রাজ্যের প্রধান বিরোধী দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এই সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি। BJP কোনও বিধায়ক এই বেতন গ্রহণ করবেন না বলেও ঘোষণা করেন তিনি। যদিও বর্ধিত বেতন কমানোর ব্যাপারে বিধানসভায় কোনও নিয়ম বা আইন নেই। সেই কারণে বিরোধিতা করলেও বর্ধিত নিতে কার্যত বাধ্য হবেন বিজেপি বিধায়করা। তবে বিজেপির দাবি, বেতন বৃদ্ধির আগে সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক। পাশাপাশি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি‌ কর্মী থেকে শুরু করে গ্রিন পুলিশ, সিভিক পুলিশদের সম কাজে সম বেতনের ব্যবস্থা করা হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *