Hooghly River : বানের জল শহরে যাতে না ঢোকে, এ বার নদীতে বাঁধও দেবে কলকাতা পুরসভা! – kolkata municipal corporation plans to dam hooghly river to prevent flood water


দেবাশিস দাস
বানের জল শহরে যাতে না ঢোকে, তার জন্যে হুগলি নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। এই বিষয়ে শুক্রবার সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪১ নম্বর ওয়ার্ডের বদরতলা লেনের বাসিন্দা ইমানুর মোল্লা ফোনে মেয়রকে জানান, গত চার বছর ধরে তাঁর বাড়ির উঠোন বর্ষার সময়ে নর্দমার জলে ভরে যাচ্ছে। কারণ হিসেবে তিনি মেয়রকে বলেন, রাস্তার নর্দমা তাঁদের বাড়ির উঠোনের থেকে উঁচু হয়ে গিয়েছে। ফলে বর্ষায় নর্দমার জল উপচে ওঠে বাড়ির উঠোনে। এই কথা শুনে মেয়র নিকাশি বিভাগের আধিকারিকদের দ্রুত ওই বাড়ির সমস্যা সমাধানের নির্দেশ দেন।

Kolkata Municipal Corporation : রাস্তা সারানো নিয়ে টানাপোড়েন পুরসভায়, ফাঁপরে অফিসাররা
এর পরেই মেয়র জানান, বদরতলা, কাঞ্চনতলা, আরিফনগর এলাকার একটা বড় সমস্যা হচ্ছে, হুগলি নদীর বানের জল ওই এলাকায় ঢুকে পড়ে। নদীর জল আটাকানোর জন্যে ওই এলাকায় একটি মাটির বাঁধ ছিল। গত বছর বর্ষায় সেই বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়েছিল। একশোর বেশি পরিবারকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল ত্রাণ-শিবিরে। নদীতে বান এলেই ওই সব এলাকার বাসিন্দারা এখনও প্লাবিত হওয়ার আশঙ্কায় ভোগেন।

Kolkata Municipal Corporation : শৌচাগার দুর্নীতিতে দায় ঠেলাঠেলি কলকাতা পুরসভায়
এলাকার মানুষকে দুরবস্থা থেকে পরিত্রাণে ওই এলাকায় পাকা বাঁধ দেওয়ার পরিকল্পনা করেছে পুরসভা। মেয়র বলেন, ‘কেইইআইপি প্রকল্পের আওতায় ওই এলাকায় বাঁধ নির্মাণ করতে হবে। এতে ওই এলাকার দীর্ঘদিনের বানভাসি সমস্যা দূর হবে।’ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের মধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মেয়র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *