Kolkata to Dooars Bus : কলকাতা থেকে ডুয়ার্স পৌঁছবেন সহজেই, চালু হচ্ছে NBSTC-র বাস পরিষেবা – alipurduar to kolkata bus service starting by nbstc before durga puja


পুজোর আগে NBSTC জানাল সুখবর! Kolkata to Dooars Bus পরিষেবা চালু হচ্ছে। পর্যটকদের জন্য দারুণ খবর শোনাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাস পরিষেবা চালু করার জন্য নতুন তিনটি বাস নিয়ে আসা হচ্ছে আলিপুরদুয়ার বাস ডিপোতে। পুজোর আগে নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা সুবিধা পাবেন সকলেই।

Esplanade Bus Stand : কোথায় সরবে এসপ্ল্যানেড বাস ডিপো? বিকল্প জায়গার প্রস্তাব পরিবহণ দফতরের
কী জানা যাচ্ছে?

NBSTC-এর এই আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী বাস পরিষেবা আগেই চালু ছিল। যদিও এই রুটে তখন একটি মাত্র সরকারি বাস চলত। তবে দু’মাস আগে থেকে সেটি বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্য যাত্রী থেকে শুরু করে পর্যটকরা। কলকাতায় আসার জন্য তখন ট্রেনের মুখাপেক্ষী হতে হয় তাঁদের। তবে পুজোর আগেই সেই সমস্যা দূর করা হচ্ছে।

ধর্মতলা থেকে সরবে বাসস্ট্যান্ড! হাইকোর্টে ‘প্ল্যানিং রিপোর্ট’ রাজ্যের
কী জানাচ্ছে NBSTC?

জানা গিয়েছে, আলিপুরদুয়ার-কলকাতা রুটে নতুন বাস চালানোর জন্য তিনটি বাস আনা হচ্ছে ডিপোয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম জানাচ্ছে, মহালয়ার আগে থেকেই এই নতুন বাস পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হল।

WBTC Bus: লোকসানে চলা বাস রুটগুলি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, মিটতে পারে বহুদিনের সমস্যা
বন্ধ হয় বাস পরিষেবা

গত ৩ অগাস্ট থেকে আলিপুরদুয়ার ডিপো থেকে ১৯টি পুরোনো বাস চালানো বন্ধ করে দেওয়া হয়। যাত্রী না হওয়ার কারণেই এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানানো হয়। এমনকি অসমের বঙ্গাইগাঁও রুটেও বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার বদলে আলিপুরদুয়ার-শিলিগুড়ি, আলিপুরদুয়ার-কোচবিহারের রুটে বাস চালানোর হচ্ছিল।

‘বেকার ছেলে আমরা… কী করে খাবো!’

পর্যটকদের সমস্যার সমাধান

আলিপুরদুয়ার থেকে বাস পরিষেবা থাকলে সুবিধা পান পর্যটকরা। এছাড়াও প্রচুর স্থানীয় ব্যবসায়ী কলকাতা, নদিয়া আসার জন্য আলিপুরদুয়ার থেকে বাসে যাতায়াত করেন। তাঁরাও যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ে যান। পুজোর সময় এমনিতেই আলিপুরদুয়ার, ডুয়ার্স জঙ্গল ভ্রমণের জন্য পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। তার মধ্যে নতুন এই পরিষেবা চালু করা গেলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপশি, আলিপুরদুয়ার জেলার ব্যবসায়ী, পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা যথেষ্ট উপকৃত হবেন বলে ধারণা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *