সৌরভের এই সাম্রাজ্য গড়ে ওঠার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রাজ গুপ্তা ওরফে রাজ ভাইয়া। ইডি জানতে পেরেছে, ভিলাইয়ের চার-পাঁচজন যুবককে নিয়ে প্রতারণার কারবার শুরু করেছিলেন সৌরভ। রাজই মূলত ওই অ্যাপের কাস্টমার ইউজার আইডি তৈরি করা থেকে কী ভাবে টাকার লেনদেন হবে, তা দেখভাল করতেন। এই দলে ছিলেন সৌরভের অন্যতম সহযোগী রবি উপ্পলও। তাঁকেও হন্যে হয়ে খুঁজছে ইডি। জানা গিয়েছে, করোনার পর থেকে এই ব্যবসার রমরমা শুরু হলে লাইফস্টাইল পাল্টে যায় অভিযুক্তদের। বছরখানেক আগে এই অ্যাপে প্রতারিত হয়ে এক ব্যক্তি আত্মহত্যা করলে পুলিশ মহাদেব অ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরপরেই রাজের থেকে বেটিং অ্যাপের ব্যবসার কন্ট্রোল নিয়ে দেন সৌরভ।
ইডি জানতে পেরেছে, দূর্গ পুলিশ এই চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করতেই দুবাইয়ে গা ঢাকা দিয়ে রবি এবং সৌরভ বেটিং অ্যাপটি নিয়ন্ত্রণ করতে শুরু করেন। অনলাইনে বিভিন্ন খেলায় বেটিং-এর নামে অ্যাপটি চালু করা হলেও, এর আসল উদ্দেশ্য ছিল মানি লন্ডারিং। ট্যাক্স ফাঁকি দিয়ে যাঁরা বিদেশে টাকা ট্রান্সফার করতে চাইতেন, তাঁরা ওই অ্যাপের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করতেন বলে তদন্তে উঠে এসেছে।
ইডি সূত্রের খবর, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি জায়গার বস্তিবাসীদের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তা থেকে জানা গিয়েছে, বস্তিবাসীদের অ্যাকাউন্ট এবং ইউপিআই আইডি-র মাধ্যমে বিপুল পরিমাণে টাকা ইতিমধ্যেই বিদেশে পাচার হয়ে গিয়েছে। এর পাশাপাশি ১৪ জন বলিউডের সেলিব্রেটিদের নাম জড়িয়েছে এই মামলার তদন্তে। প্রয়োজনে তাঁদের সঙ্গে কথা বলা হতে পারে। উল্লেখ্য, গত একসপ্তাহ ধরে তল্লাশি চালিয়ে কলকাতা সহ মুম্বই, ভোপাল, ছত্তিসগড়ের বিভিন্ন জায়গা থেকে ৪১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।