Mandarmani News : মন্দারমণির সমুদ্রে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার, ২ দিন পর ভেসে উঠল তাজপুরে – mandarmani drowned two bodies recovered from tajpur sea beach


অবশেষে মন্দারমণিতে তলিয়ে যাওয়া দুই পর্যটকদের মৃতদেহ উদ্ধার। ২ দিন নিখোঁজ থাকার পরে মন্দারমণির সমুদ্রে তলিয়ে যাওয়া ২ পর্যটকের মৃতদেহ উদ্ধার হল। তাজপুর বিশ্ববাংলার সামনে থেকে ওই দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা থেকে বেড়াতে যাওয়া পাঁচ বন্ধু শুক্রবার দুপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে স্নান করতে নেমেছিলেন। মৃত দুই যুবক হলেন ওসামা আহেত এবং আতিফ হায়দার। শনিবার রাতে তাঁদের উদ্ধার করা হয় তাজপুর সমুদ্র সৈকতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যেতে থাকেন ওই যুবকরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নাভেদ আখতার নামে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা এবং শেখ আবদুস। যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায় বাসিন্দা বলে জানা যাচ্ছে।

Mandarmani Sea Beach : সতর্কতাই সার! মন্দারমণিতে উত্তাল সমুদ্রে তলিয়ে মৃত্যু কলকাতার যুবকের, নিখোঁজ ২
কলকাতা থেকে পাঁচজন বন্ধু ঘুরতে গিয়েছিলেন মন্দারমণিতে। জলে স্নান করতে নেমে তলিয়ে যান পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনকে পাওয়া গেলে ও পাওয়া যাচ্ছিল না ২ জনকে। পুলিশ সারাদিন তল্লাশি চালিয়ে রাতের দিকে খোঁজ পায়। মন্দারমণি-তাজপুর সমুদ্র সৈকত জুড়ে প্রবল জলোচ্ছ্বাসের জেরেই ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। পাঁচ বন্ধু ধর্মতলা থেকে বৃহস্পতিবার বিকেলে পৌঁছেছিলেন মন্দারমণিতে।

Digha Incident : দিঘার সমুদ্রে নেমে বিপত্তি! তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করতে কালঘাম নুলিয়াদের
এরপর শুক্রবার দুপুর একটা নাগাদ স্নান করার জন্য সমুদ্রে নামেন পাঁচজন। সেই সময় প্রবল জলোচ্ছ্বাসের মাঝে পড়ে তলিয়ে যেতে থাকেন তাঁরা। তার মধ্যে নুলিয়া ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশদের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু নিখোঁজ ছিলেন বাকি ২ জন। খবর পেয়ে দ্রুত মন্দারণিতে পৌঁছান নিখোঁজ দুই যুবকের পরিবারের সদস্যরা।

Digha Sea Beach : রঙের পর রূপ বদল, অমাবস্যা ছাড়তেই দিঘার সমুদ্রে হচ্ছেটা কী! ভীত পর্যটকরা
অন্যদিকে জল থেকে উদ্ধার করা তিনজনকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বছর দল্লিশের মধ্যে নভেদ আখতারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাকি ২ জন আশঙ্কাজনক অবস্থায় বালিসাই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের বাড়ির লোকেরা ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছেন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। ৩ যুবকের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *