Rudranil Ghosh Sourav Ganguly: ‘শিল্পপতি হিসেবে বাংলায় কোনও অবদান নেই’, সৌরভের বিনিয়োগের ঘোষণা নিয়ে রুদ্রনীল – actor and bjp leader claims sourav ganguly has not done anything as an industrialist in bengal


স্পেনে গিয়ে বাংলায় বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়তে আগ্রহী তিনি। দাদার ঘোষণার পরেই খুশির রেশ শালবনীতে। তাঁর স্পেন সফর নিয়ে কিছুটা নরম সুর শোনা গিয়েছিল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কণ্ঠে।

যদিও তাঁর উলটো পথে হেঁটে এই নিয়ে সমালোচনায় সুর চড়িয়েছিলেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। এবার স্পেনে গিয়ে সৌরভের বাংলায় বিনিয়োগের ঘোষণা নিয়ে সরব হলেন অভিনেতা তথা BJP নেতা রুদ্রনীল ঘোষ।

Sourav Ganguly Dilip Ghosh : ‘ইশ্বরের কাছে প্রার্থনা করি…’, মেদিনীপুরে স্টিল প্ল্যান্ট নিয়ে ‘মেগা ঘোষণা’-র পরেই সৌরভ বন্দনা দিলীপের
রবিবার মধ্যমগ্রামে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন রুদ্রনীল ঘোষ এবং BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন রুদ্রনীল ঘোষ বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিনিয়োগ প্রসঙ্গে বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার ময়দানে দেশের সহ বাংলার নাম উজ্জ্বল করেছেন। কিন্তু, শিল্পপতি হিসেবে তাঁর কোনও অবদান বাংলায় নেই। হয়তো ভবিষ্যতে হতে পারে। সেকথা আলাদা।”

পাশাপাশি রাজ্য সরকারকে নিশানা করে অভিনেতার দাবি, “এই রাজ্যে কারখানা করতে গেলে এলাকার তৃণমূলের নেতাদের টাকা দিতে হয়। সিন্ডিকেটের থেকে জিনিসপত্র নিতে হয়। মিছিলে হাঁটা, কাজ না জানা কর্মীদের নিয়োগ করতে হয়। সব জেনে শুনে কোন শিল্পপতি এখানে বিনিয়োগ করতে আসবেন! সৌরভবাবু নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলেন অ্যাসবেসটস, রড, কারখানা বানানোর জিনিস কোথা থেকে আসবে। সেক্ষেত্রে স্পেনে গিয়ে ঘোষণা করলেন তিনি!”

Sukanta Majumdar on Saurav Ganguly : ‘…স্পেনে ঘোষণা কেন?’দিলীপের উলটো হেঁটে ‘দাদা’ সৌরভকে কটাক্ষ সুকান্তর?
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগদান করেন একাধিক তৃণমূল নেতা। কিন্তু, একুশের ভোটের ফলাফল ঘোষণার পর পুরো চিত্রটা বদলে যায়। অনেকেই দলত্যাগ করেন। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নিজ দলে টিকিট না পেয়ে কেউ BJP-তে যোগদান করতে চাইলে কি তাঁকে গ্রহণ করা হবে?

Midnapore Steel Plant: মেদিনীপুরে দ্বিতীয় ইস্পাত কারখানা গড়বেন খোদ সৌরভ, মাদ্রিদে সুখবর শোনালেন মহারাজা
এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “BJP-তে যখন ইচ্ছে আসা যায় না। আমরা শুধু তৃণমূল নয়, সিপিএম থেকেও লোক নিয়েছিলাম। তার কারণ আমরা চেয়েছিলাম পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য সর্বস্তরের মানুষ যাতে একজোট হন। অনেকে দলে সম্পৃত্ত হয়েছেন অনেকে ক্ষমতার অলিন্দে থাকতে চেয়েছেন।”

Sourav Ganguly Steel Plant : ‘প্রতিশ্রুতি রাখবেন মহারাজ’, সৌরভের ঘোষণার পর কর্মসংস্থানের আশায় শালবনী
পাশাপাশি এদিন সাংসদ অর্জুন সিংকেও নিশানা করতে শোনা যায় তাঁকে। এই BJP নেতা বলেন, “জুটমিল নিয়ে বিক্ষোভ করেছিলেন অর্জুন সিং। একবার তিনি বললেনও যে সবমিটে গিয়েছে। এরপরেও তিনি দলবদল করলেন। জুটমিল নিয়ে কেন্দ্রীয় সরকারব তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যে রাজ্যের মাটিতে জুটমিল চলে সেই রাজ্য সরকারের ভূমিকা কী?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *