Suvendu Adhikari News : ‘প্রামাণ্য নথি আছে…’, অভিষেকের ‘কোম্পানি’ ইস্যুতে গৌতম দেবকেও উল্লেখ শুভেন্দুর – suvendu adhikari attacks abhishek banerjee on leaps and bounds allegation


লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে কীভাবে বেআইনি ভাবে আর্থিক লেনদেন হতো? তার প্রামাণ্য নথি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তুলে আনলেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের প্রসঙ্গও।

Suvendu Adhikari on Duttapukur Blast :’স্থায়ী সমাধানের কোনও চিন্তা ভাবনা নেই…’, দত্তপুকুরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
শুভেন্দুর কী অভিযোগ?

শুভেন্দু অধিকারী এদিন জানান, লিপস অ্যান্ড বাউন্ডসের বিষয়ে অনেক আগে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব তুলে ধরেছিলেন। আমিও অনেক নথি জমা দিয়েছি। তাঁর কথায়, ‘ওই কোম্পানিতে জেট এয়ারওয়েজ এর টাকা ঢুকেছে, সুভাষ আগরওয়াল এর হাত দিয়ে কয়লার টাকা ঢুকেছে, বৈদিক ভিলেজের মালিক টাকা ঢুকিয়েছে। এগুলি প্রামাণ্য নথি আছে। কোম্পানির সঙ্গে জড়িতদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে বলা হয়েছে। জমা দেওয়া হলে অভিযোগের সত্যতা প্রমাণ হবে।’

Suvendu Adhikari : ‘ইসরোর বিজ্ঞানী নিয়েও বাঙালি-অবাঙালি…!’ মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে অভিষেক

দুদিন আগেই ইডি জেরা থেকে বেরিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস ডিরেক্টর পদে থাকার কথা স্বীকার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কথায়, মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যেন SSC নিয়োগ দুর্নীতির সব টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে কোম্পানিতে ঢুকেছে। তিনি দাবি করেন, ১০ পয়সা প্রমাণ করে দেখান লিপস অ্যান্ড বাউন্ডসে নিয়োগ দুর্নীতির কোনও টাকা ঢুকেছে কিনা। এই কোম্পানির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগাযোগ নেই বলে দাবি তাঁর।

Jadavpur University Ragging : ‘মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে জেলে ঢোকানো হোক!’ যাদবপুরকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু
সম্পত্তির খতিয়ান তলব

ইতিমধ্যে, ওই কোম্পানির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছে ডিরেক্টর, সিইও সহ সকলের সম্পত্তির খতিয়ান তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করেই ওই কোম্পানি নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে।

‘কোটি কোটি টাকার লেনদেন’ অভিষেক প্রসঙ্গে অগ্নিমিত্রা-শুভেন্দু

রাজ্যকে শুভেন্দুর আক্রমণ

রবিবার নন্দীগ্রামে জানকিনাথ মন্দিরে পুজোর অনুষ্ঠানে যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের পর নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন তিনি। পাশাপশি, কলকাতা পুরসভায় বিজেপি কাউন্সিলরদের গায়ে হাত তোলা নিয়েও তীব্র সমালোচনা করেন নন্দীগ্রামের বিধায়ক। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও গান্ধী মূর্তিতে প্রতিবাদের আয়োজন করেছে তৃণমূল। শুভেন্দু কটাক্ষ, দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। ‘আমরা ওয়েট করছি’ বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *