Vishwakarma Puja 2023: শিল্প আনতে স্পেনে মুখ্যমন্ত্রী, বিশ্বকর্মা পুজোর আগেই রাজ্যে ঝাঁপ পড়ল আরও এক জুটমিলে – bhatpara reliance jute mill again closed for indefinite period without prior notice before vishwakarma puja


Jute Mill In West Bengal: শিল্প আনতে সূদূর স্পেনে পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে বাংলায় লগ্নি আনতে একাধিক কর্মসূচি চলছে তাঁর। বাংলায় এখন প্রতি নভেম্বরেই বসছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। তবু শিল্পক্ষেত্রের হতশ্রী চেহারাটা চোখে আঙুল আরও একবার দেখিয়ে দিল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। বিশ্বকর্মা পুজোর একদিন আগে ঝাঁপ বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের। বহু বাধার পর খোলা এই জুট মিলে আবার তালা পড়তেই কর্মহীন কয়েক হাজার শ্রমিক।

পুজোর আগে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। শ্রমিক মালিক অসন্তোষের জেরে কিছুদিন আগে খোলা ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল আবার বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন কর্মচারীকে বসিয়ে দেওয়ায় শুরু হয় শ্রমিক অসন্তোষ। মিল কর্তৃপক্ষের কাছে ওই শ্রমিককে কেন বসিয়ে দেওয়া হল কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে শুরু হয় ঝামেলা। আর তার জেরেই জুটমিলে নামল ঝাঁপ।

ফলে পুজোর আগে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধায় পড়লেন শ্রমিকরা। জানা গিয়েছে, এই মিলে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। একজন শ্রমিক বললেন, সাহেবরা তাদের অল্প বেতন দিয়ে বেশি পরিমাণে খাটিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে। কাজে একটু কম বেশি হলেই মারাত্মক ভাষায় গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত দিচ্ছে মালিক পক্ষ বলে অভিযোগ এতেই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ।

এছাড়া শ্রমিকদের বক্তব্য, পুজোর আগে প্রভিডেন্ট ফান্ড এবং বোনাসের টাকা দিতে হবে মালিক পক্ষকে। যাতে সেই টাকা দিতে না হয় একটা বাজে কারণ দেখিয়ে মিল বন্ধ করে দিল কর্তৃপক্ষ বলে অভিযোগ।

বারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন,’রাজ্যে শিল্পের, জুটমিলগুলোর বারোটা বাজিয়েছে বামেরা। এই মিলটা অনেকদিন বন্ধ ছিল। মাঝে আগরওয়াল নামের এক ব্যক্তি মিলটি কেনেন। কিন্তু তাঁর হাতে মালিকানা যাওয়ার পরই ওখানে যে প্রেসিডেন্ট আছে সে কনট্র্যাক্টর রাজ কায়েম করতে চায়। সেই নিয়ে ঝামেলা। এর জন্য শ্রমিক অসন্তোষ বাড়ছে। মিল থেকে মিথ্যে মামলা দিয়ে এক শ্রমিককে গ্রেফতার করায়। পরে সে ফিরে এসে ক্ষমা চাইলেও তাঁকে বসিয়ে দিয়েছে। অন্য একজনকেও মারধর করেছে জোর করে বসিয়ে দিয়েছে। শ্রমিকরা প্রতিবাদ করলে কারখানা বন্ধ করে দিয়েছে। বেআইনি ভাবে অন্য জায়গা থেকে সস্তায় কাজ করাচ্ছে।’

গত সেপ্টেম্বরেও এভাবেই বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল জুট মিল। জুটমিলের প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়া মারা যাওয়ার পর আগাম নোটিশ ছাড়াই ঝাঁপ টেনে দেওয়া হয়। মালিকানা হাত বদলের পর কয়েক মাস আগেই খুলেছিল এই জুটমিল। রাজ্যে পাট শিল্পের হাতে গোণা কারখানাই এখন খোলা। এদিন তার থেকে কমল আরও এক সংখ্যা। এতে বিরোধীরা ফের শাসক দলের দিকেই আঙুল তোলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *