ছেলের জন্যেই শুরু সুনিধির গণপতি পুজো – sunidhi chauhan went out to buy ganesh idol with his son watch video


ছেলের জন্যেই শুরু সুনিধির গণপতি পুজো। সোমবার ছেলেকে সঙ্গে নিয়ে গণেশ মূর্তি কিনতে বেরোলেন সুনিধি। কোনও এলাহি বিরাট আকারের মূর্তি নয়, সুইট কিউট বাপ্পাকে নিয়ে ঘরে ফিরলেন তিনি। আর কী বললেন গায়িকা? হিন্দুশাস্ত্র মতে গণেশ চতুর্থীর মাহাত্ম্য সর্বজন বিদিত। ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই বিশেষ পুজো আয়োজিত হয়। বিঘ্নহর্তা গণেশের পুজোয় বহু বাধা বিঘ্ন সহজে কেটে যায় বলে বিশ্বাস। মহারাষ্ট্র তথা দেশের বিভিন্ন মন্দির থেকে ঘরের বেদীতে প্রতিষ্ঠা করা হয় গণপতি বাপ্পাকে। আর গণপতির এই পুজো সঠিক তিথি মেনে হয় পালিত। গণেশ চতুর্থীর তিথি সেই কারণেই খুব তাৎপর্যপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *