বিরাট ব্রেকিং; অধিনায়ক বদল থেকে মহানক্ষত্রের ফেরা! ঝড় ভারতীয় ক্রিকেটে


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) জিতে সোমবার মুম্বই ফিরেছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। আর এদিনই রাত ৮টা ৩০ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India, BCCI) ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে দিল। রোহিতের সঙ্গেই প্রযুক্তির মাধ্যমে যুক্ত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। 

বিশ্বকাপের আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলে চূড়ান্ত নেট প্রস্তুতি সেরে নিচ্ছেন রোহিতরা। আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্য়াট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলবে ভারত। এরপর ২৪ সেপ্টেম্বর (রবিবার) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্য়াচ ২৭ সেপ্টেম্বর (বুধবার) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ভারত দলে সবচেয়ে বড় চমক রেখেছে একটাই। ২০২২ সালের পর ফের দলে ফিরলেন দেশের মহাতারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘটনাচক্রে বিশ্বকাপের দলে কিন্তু তিনি নেই। তাহলে কি অশ্বিনকে কাপযুদ্ধে ফেরাবে ভারত! এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এর পাশাপাশি প্রথম দুই ম্য়াচে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের বদলে ক্যাপ্টেন হচ্ছেন চোট সারিয়ে এশিয়া কাপে ফেরা কেএল রাহুল। তবে তৃতীয় ওয়ানডে ম্য়াচে রোহিত-বিরাট-হার্দিক তিন জনেই ফিরছেন।

প্রথম দু’টি ওয়ানডে ম্য়াচে ভারতের দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক) রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা

শেষ তথা তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক হিসেবে ফিরছেন), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্য়াটেল (খেলা ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ও মহম্মদ সিরাজ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *