Anubrata Mondal Latest News : অনুব্রত কি জামিন পাবেন? তদন্তের অগ্রগতি জানতে CBI-কে নোটিশ সুপ্রিম কোর্টের – supreme court sent notice to cbi on anubrata mondal bail case


গোরু পাচার মামলায় অভিযুক্ত Anubrata Mondal কি জামিন পাবেন? অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত মামলায় সিবিআইকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছে।

Anubrata Mondal News: গোষ্ঠীদ্বন্দ্বে একঘরে অনুব্রত অনুগামী! পদত্যাগ পত্র জমা খয়রাশোলের ব্লক সভাপতির
জামিনের আবেদন অনুব্রত’র

কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলাম অনুব্রত মণ্ডল। সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সিবিআইকে নোটিশ পাঠাল দেশের শীর্ষ আদালত।

Anubrata Mondal News : CBI-এর দায়ের করা মামলায় জামিন চেয়ে আর্জি অনুব্রতর, সুপ্রিম কোর্টে শুনানি
সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এদিন জানায়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গোরু পাচার মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা জানার প্রয়োজন রয়েছে। সেই কারণেই সিবিআইকে নোটিশ জারি করেছে আদালত। তদন্তের গতি প্রকৃতি জানার পরেই অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত বিষয়টি বিবেচনা করা যাবে।

Kajal Sheikh tmc : ‘আমি মৌলবাদের বিরুদ্ধে…’, ‘বিজেপি ভালো’ মন্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কাজল
গোরু পাচার মামলা

গোরু পাচার মামলায় গত বছর অগাস্ট মাসে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। এরপর ইডি নিজেদের হেফাজতে নেয় অনুব্রতকে। এরপর গোরু পাচার মামলায় জেল হেফাজত হয় অনুব্রতর। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত এবং তার কন্যা সুকন্যা মণ্ডল।

অনুব্রত আইনজীবীর বক্তব্য

সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, প্রায় এক বছরের বেশি সময় ধরে তার মক্কেল জেল হেফাজতে রয়েছেন। পাঁচটি চার্জশিট পেশ করা হয়েছে। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিন পেয়ে গেলেও তাঁর মক্কেল জামিন পাননি। সেই কারণেই জামিনের আবেদন করা হচ্ছে।

বাংলার সঙ্গে সম্পর্ক চুকে গেল! কেষ্ট মামলা সবই রাজধানীতে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য

এর আগে হাইকোর্টে জামিনের জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে বীরভূমের কেষ্টকে পলিটিক্যাল জায়ান্ট বলে অভিহিত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তাঁকে জামিন দেওয়া হলে মামলায় তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, মামলার ক্ষতি করতে পারেন বলেও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ভিত্তিতে কী জবাব দেবে, সেটাই দেখার। যদিও অনুব্রত মণ্ডলের তরফে একাধিক শারীরিক অসুস্থতার কারণ দেখানো হয়েছে। রাউস অ্যাভিনিউ আদালতেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন অনুব্রত মণ্ডল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *