বৃষ্টিতে রাস্তায় জল জমে পুজোর দিনগুলোয় এবং উদ্বোধনে যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য তৎপর হল কলকাতা পুরসভা। সূত্রের খবর, পুরসভার নিকাশি বিভাগের তরফে ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলারদের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠিতে প্রত্যেক কাউন্সিলারের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন ওয়াটার লগিং পয়েন্টের তালিকা পাঠানোর কথা জানানো হবে। পুজোর আগে ওই তালিকা ধরে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজে নামবে নিকাশি বিভাগ।
ওই বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, এই বছর পুজো দেরিতে হলেও বৃষ্টির আশঙ্কা থাকছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে সব ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনে যাওয়ার কথা, সেখানে ওয়াটার লগিং পয়েন্ট সংস্কার করার কাজে অগ্রাধিকার দেওয়া হবে। ওই সব পয়েন্টে যাতে জল না জমে, তার জন্য যাবতীয় ব্যবস্থা সেরে রাখা হবে।
পুজোর দিনগুলোয় নিকাশি বিভাগের কর্মীদের রাউন্ড দ্য ক্লক নজরদারির জন্য আলাদা ডিউটি রস্টার তৈরির কাজও শুরু হয়েছে। নিকাশি বিভাগ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে এরই মধ্যে ৪৪টি ওয়াটার লগিং পয়েন্টের তালিকা পুরসভায় পাঠানো হয়েছে। সেই তালিকা ধরে সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে।
নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘চিঠিতে কাউন্সিলারদের নিজ ওয়ার্ডের ওয়াটার লগিং পয়েন্টের তালিকা পাঠানোর অনুরোধ জানানো হবে।’ পুরসভার অন্দরের খবর, জল জমাকে কেন্দ্র করে সম্প্রতি যে বিতর্ক হয়েছিল, তা যেন আর না ঘটে, সে জন্য উৎসবের আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে নিকাশি বিভাগ। ইতিমধ্যেই গার্ডেনরিচের নেচার পার্ক থেকে মহেশতলার মণিখালি পর্যন্ত বিস্তৃত নিকাশি লাইনের পাইপ থেকে পলি তোলার কাজ চলছে।
সেই কাজ বৃহস্পতিবার দেখতে যাওয়ার কথা রয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ তারক সিংয়ের। ওই এলাকায় নিকাশি পাইপের পলি তোলার কাজের সময়ে পাইপের মধ্যে ক্যামেরা থাকবে। ছবি দেখে বোঝা যাবে পাইপলাইন থেকে কতটা পলি উঠছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থাকে টাকা দেওয়া হবে।