Cooch Behar News : আত্মহত্যা ঠেকাতে চালু হল অ্যাপ – cooch behar medical college will take the information of students online


এই সময়, কোচবিহার: অনলাইনে এ বার পড়ুয়াদের মনের খবর নেবেন মেডিক্যাল কলেজের কর্তারা। আত্মহত্যা ও মানসিক চাপ থেকে মুক্তি দিতে কোচবিহার মেডিক্যাল কলেজে চালু হয়েছে অনলাইন অ্যাপ৷ এই অ্যাপের মাধ্যমে কোনও ডাক্তারি পড়ুয়া তাঁর মানসিক চাপের কথা খোলাখুলি জানাতে পারবেন। এক্ষেত্রে তাঁর পরিচয় গোপন থাকবে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অ্যাপটি দেখাশোনা করবে মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ৷

এই অ্যাপটির নাম ক্রিয়েটিং হোপ, থ্রু অ্যাকশন। অধ্যক্ষ, নির্মলকুমার মণ্ডল বলেন, ‘এই অনলাইন অ্যাপ দেখাশোনা করবে আইটি বিশেষজ্ঞ ও একটি বিশেষ টিম। অ্যাপে সমস্যা জানানোর পরে তিন দিনের মধ্যে মেটানোর উদ্যোগ নেওয়া হবে।’ কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিচালনায় ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় মানসিক চাপ নিরাময় ও আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি নেওয়া হয়েছে৷

Ragging Case : ব়্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ারা, জোর করে খাওয়ানো হল মদ-সিগারেট
শনিবার অনলাইন অ্যাপের উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ তিনি জানিয়েছেন, অনলাইন অ্যাপের মাধ্যমে কোনও পড়ুয়া নিজে বা তাঁর সহপাঠীর আচরণ সন্দেহজনক দেখলে সতর্ক করতে পারবেন কর্তৃপক্ষকে। এমনকী প্রয়োজন বুঝে এই অ্যাপের মাধ্যমে অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করা হবে।

Cyber Crime : অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে উধাও টাকা, শহরে অভিনব সাইবার প্রতারণা
গত মাসে কলেজ হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল প্রথম বর্ষের ছাত্রীর। তদন্তে জানা গিয়েছে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছিলেন। সহপাঠীর মৃত্যুর পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজে। এরপরেই অ্যাপের কথা ভাবা হয়। পড়ুয়াদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গেলে অন্য যেকোনও পড়ুয়া তা জানাতে পারবেন কর্তৃপক্ষকে।

Mahadev Betting App Scam : ফলের রস বিক্রেতা থেকে অ্যাপ ব্যবসায় কোটিপতি! মহাদেব বেটিং অ্যাপের মূল অভিযুক্তকে চিনুন
প্রথমে অ্যাপ চালু করার পরে অপশন আসবে তিনি নিজের ব্যাপারে নাকি অন্যের ব্যাপারে তথ্য জানাতে চান। এরপর তিনি কোন বর্ষের পড়ুয়া ও তাঁর নাম কী লিখতে হবে। সেই মতো ক্লিক করলেই তাঁদের সামনে আসবে নানা ধরনের মানসিক সমস্যা বা মানসিক অবসাদ সংক্রান্ত তথ্য। সেখানে ক্লিক করলেই তথ্য পৌঁছে যাবে কর্তৃপক্ষের কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *