এই অ্যাপটির নাম ক্রিয়েটিং হোপ, থ্রু অ্যাকশন। অধ্যক্ষ, নির্মলকুমার মণ্ডল বলেন, ‘এই অনলাইন অ্যাপ দেখাশোনা করবে আইটি বিশেষজ্ঞ ও একটি বিশেষ টিম। অ্যাপে সমস্যা জানানোর পরে তিন দিনের মধ্যে মেটানোর উদ্যোগ নেওয়া হবে।’ কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিচালনায় ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় মানসিক চাপ নিরাময় ও আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি নেওয়া হয়েছে৷
শনিবার অনলাইন অ্যাপের উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ তিনি জানিয়েছেন, অনলাইন অ্যাপের মাধ্যমে কোনও পড়ুয়া নিজে বা তাঁর সহপাঠীর আচরণ সন্দেহজনক দেখলে সতর্ক করতে পারবেন কর্তৃপক্ষকে। এমনকী প্রয়োজন বুঝে এই অ্যাপের মাধ্যমে অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করা হবে।
গত মাসে কলেজ হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল প্রথম বর্ষের ছাত্রীর। তদন্তে জানা গিয়েছে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছিলেন। সহপাঠীর মৃত্যুর পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজে। এরপরেই অ্যাপের কথা ভাবা হয়। পড়ুয়াদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গেলে অন্য যেকোনও পড়ুয়া তা জানাতে পারবেন কর্তৃপক্ষকে।
প্রথমে অ্যাপ চালু করার পরে অপশন আসবে তিনি নিজের ব্যাপারে নাকি অন্যের ব্যাপারে তথ্য জানাতে চান। এরপর তিনি কোন বর্ষের পড়ুয়া ও তাঁর নাম কী লিখতে হবে। সেই মতো ক্লিক করলেই তাঁদের সামনে আসবে নানা ধরনের মানসিক সমস্যা বা মানসিক অবসাদ সংক্রান্ত তথ্য। সেখানে ক্লিক করলেই তথ্য পৌঁছে যাবে কর্তৃপক্ষের কাছে।