Dilip Ghosh on INDIA Coalition : ‘উনি একমাত্র সৎ…’, INDIA জোট নিয়ে তির্যক মন্তব্য দিলীপের – bjp leader dilip ghosh criticises india coalition parties inner clash


INDIA Coalition বা বিরোধী জোটে ‘লোক দেখানো প্রচারে’র জন্য করা হয়েছে, নিজেদের মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে বলে মত BJP সাংসদ দিলীপ ঘোষের। মূলত, বিরোধী জোট হিসেবে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্যেই এই ‘ঘোঁট’ হয়েছে বলে দাবি দিলীপের।

Dilip Ghosh News : ‘বাড়ানো উচিত, তবে…’, বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কী বললেন দিলীপ?
কী বলছেন দিলীপ?

সোমবার সকালে বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিরোধী জোট নিয়ে তির্যক মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Sukanta Majumdar on Saurav Ganguly : ‘…স্পেনে ঘোষণা কেন?’দিলীপের উলটো হেঁটে ‘দাদা’ সৌরভকে কটাক্ষ সুকান্তর?
বিরোধী জোট নিয়ে কী মন্তব্য?

বিরোধীদের ইন্ডিয়া জোটে সমন্বয় কমিটিতে বামেদের অনুপস্থিতি ও পশ্চিমবঙ্গ এবং কেরালায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই নিয়ে অবস্থান স্পষ্ট করেছে বামেরা। দিলীপ বলেন, ‘জোটটা তো আপনাদের খবর করার জন্য লোককে দেখানো হয়েছে। জোট হবে না ঘোঁট হবে। তাঁর মতে জোটে সবাই পরস্পর বিরোধী।

Sourav Ganguly Dilip Ghosh : ‘ইশ্বরের কাছে প্রার্থনা করি…’, মেদিনীপুরে স্টিল প্ল্যান্ট নিয়ে ‘মেগা ঘোষণা’-র পরেই সৌরভ বন্দনা দিলীপের
পরস্পর বিরোধী দল

দিলীপের মতে, এরা যারা পরস্পরবিরোধী স্বার্থের লোক তারা এক জায়গায় কী করে থাকতে পারে? তারপরে JDU-র লোকেরা বলছে, একমাত্র ওনাদের নেতা নিতিশ কুমার সৎ ব্যক্তি। বাকি সব দাগি। বাকিদের দাগি বানিয়ে দিয়েছে। ওঁরা নিজেদের মধ্যে ভরসায় নেই। রাহুল গান্ধী বলছেন, একমাত্র RSS পারে মোদিকে সরাতে। ওদের যে মন্তব্য আসছে পরস্পর বিরোধী। AAP বলছে, সব জায়গায় প্রার্থী দেবে। সিপিএম বলছে, এদের সঙ্গে যদি হাত মেলাই যা দু’চার শতাংশ ভোট আছে সেটাও চলে যাবে মানুষ জেনে যাবে সবাই ধান্দাবাজ। তাহলে এদের ভবিষ্যত কী?

‘সব পাল্টাচ্ছে, ইন্ডিয়া পাল্টে ভারত হবে’, হুঙ্কার দিলীপের

মহালক্ষ্মী ভাণ্ডার নিয়ে বক্তব্য

বাংলার লক্ষ্মী ভাণ্ডারের ন্যায় মহালক্ষ্মী ভাণ্ডার ঘোষণা করেছে কংগ্রেস। সবই কি ভোট পাওয়ার কৌশল? BJP সাংসদ বলেন, ‘সবাই কিছু না কিছু প্রলোভন দেখায় নির্বাচনের আগে ভোটারদের ধরার জন্য। ওরা যেখানে সরকার চালাচ্ছে, সেখানে জনগণকে কি দিচ্ছে? এত দুর্নীতি এত হিংসা কেন? সেটা আগে ঠিক করুক। কংগ্রেসকে নতুন করে চিনতে হবে না লোকেরা চেনেন।
প্রসঙ্গত, INDIA জোটের কোনও কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। জোটে থাকলেও কোনও কমিটিতে তাঁরা থাকতে রাজি নয়। সিপিএমের বক্তব্য, রাজ্যে তাঁদের প্রধান বিরোধী তৃণমূল। সেক্ষেত্রে জাতীয় স্তরে তৃণমূলের থেকে হাত মিলিয়ে লড়লে রাজ্যে খারাপ বার্তা যেতে পারে। সেই কারণেই দূরত্ব বজায় রেখে চলতে চাইছে বাম দলগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *