Hooghly News : সরকারি কর্মীদের উপর TMC নেতার ‘দাদাগিরি’! ধরনা-বিক্ষোভে বন্ধ দুয়ারে সরকার – tmc leader allegedly misbehave and abuse with hooghly panchayat workers


মিটিং হল না পেয়ে পঞ্চায়েত কর্মীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাণ্ডুয়ার বিডিও অফিসের সামনে ধর্না। এদিন বিক্ষোভ দেখান ব্লকের সবস্তরের পঞ্চায়েত কর্মীরা। বিডিওর ঘরের সামনে অবস্থানে বসেন তাঁরা। এমনকী দুয়ারে সরকার শিবির বাতিল করা হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল সভাপতি।

Duare Sarkar Camp: প্যান্ডেলের রং নীল সাদার পরিবর্তে সাদা গেরুয়া, বাতিল দুয়ারে সরকার ক্যাম্প! অভিযোগ BJP-র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির হরালদাসপুর পঞ্চায়েতে ১৪ সেপ্টেম্বর দলের লোকজন নিয়ে গিয়েছিলেন পান্ডুয়া ব্লক তৃনমূল সভাপতি সঞ্জয় ঘোষ। দলীয় বৈঠকের জন্য পঞ্চায়েতের মিটিং হল খুলে দেওয়ার জন্য বলেন তিনি। পঞ্চায়েতর কাজের সময় দলের মিটিং করতে অনুমতি দেননি কর্মীরা। এরপর পঞ্চায়েত দফতরের এক কর্মীকে অকথ্য ভাষায় ওই তৃণমূল নেতা গালিগালাজ করেন বলে অভিযোগ। অন্যান্য কর্মীদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। ভিডিয়ো ভাইরাল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ শুরু করেছে বিরোধীরা।

Nadia News : শুভেন্দুর সভার জন্য ‘পার্টি ফান্ড’-এ টাকা চাই! না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত BJP
আজ পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা রাধারানী হাইস্কুলে দুয়ারে সরকার হওয়ার কথা ছিল। সকাল থেকে পরিষেবা নিতে সেখানে হাজির হন গ্রামের মানুষ। পঞ্চায়েতের কর্মীরা বিডিও অফিসে ধরনা আন্দোলন চালিয়ে যাওয়ায় দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন না কেউই। তাই বাতিল করে দেওয়া হয় দুয়ারে সরকার শিবির। বিডিওর ঘরের সামনে বসে পোস্টার হাতে অবস্থান শুরু করেন শতাধিক এনএস সচিবসহ পঞ্চায়েত কর্মীরা। নিরাপত্তায় ভুগছেন তারা এমনই দাবি তাঁদের।

হরালদাসপুর পঞ্চায়েতের কর্মী প্রসেনজিৎ বলেন, ‘ বৃহস্পতিবার বিকেল চারটের সময় দলীয় বৈঠকের জন্য মিটিং হলের চাবি চান ওই তৃণমূল নেতা। আমরা বলেছিলাম অফিস চলাকালীন দলীয় কাজ করা যাবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি দরকার। সেই কথা শুনে অকথ্য ভাষায় গালাগালি দেন ও হুমকি দেন। পঞ্চায়েত কর্মীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়।’ ইতিমধ্যেই ওই সরকারি কর্মীরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।

CPIM West Bengal: তেহট্টে সমবায় নির্বাচনে আবারও বামেদের জয়জয়কার, তৃণমূলের অনুপস্থিতিতে BJP-এর সঙ্গে মুখোমুখি লড়াই
অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পাণ্ডুয়া তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ। তাঁর দাবি, অভিযোগ ভিত্তিহীন। সঞ্জয় বলেন, ‘কথা বলার সময় আমার গলার আওয়াজটা বেশি হয়ে যায়। এটাই আমার বদ অভ্যেস। হাতটা একটু নাড়ি। আমি কাউকে খারাপ কথা বলেছি, এটা প্রমাণ দিতে পারলে যা শাস্তি দেবেন মেনে নেব। আসলে পঞ্চায়েতের কিছু কর্মী আছে যাঁরা কাজের হিসাব দেন না। এটা তাদেরই ভিত্তিহীন অভিযোগ।’ হুগলি জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘যাঁরা মানুষের কাজ করে সেই সরকারি কর্মীদের নিরাপত্তা নেই তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কী করে থাকবে। এ কজন তৃনমূল নেতার বিরুদ্ধে এখনো কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *